দেশ

‘ফিরছেন না এনডিএ’-তে  মোদির ডাক প্রত্যাখান উদ্ধবের, প্রধানমন্ত্রী ‘নকল সন্তান’ বলায় বেজায় রুষ্ট বাল ঠাকরের পুত্র

Uddhav, Bal Thackeray's son furious at calling Prime Minister a 'fake child', rejects Modi's call on 'Firchan na NDA'

The Truth Of Bengal : মহারাষ্ট্রে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্ধব ঠাকরেকে নকল সন্তান বলে কটাক্ষ করেন।ইন্ডিয়া জোটের সমালোচনা করতে গিয়ে ছাড়েননি উদ্ধবকেও। কিন্তু মহারাষ্ট্রের রাজনৈতিক পার্টিগণিত মেলাতে গিয়ে মোদি বুঝে যান,শিবসেনার আদিগোষ্ঠীকে সঙ্গে না পেলে মারাঠাভূমের রাশ হাতে রাখা মুশকিল।তাই মোদি উদ্ধব ঠাকরকে এনডিএ-তে সামিল হওয়ার খোলামেলা আহ্বান জানান। তাতে জল্পনা শুরু হয়,তাহলে কী উদ্ধব ফিরছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-তে ? শিবসেনা উদ্ধব গোষ্ঠী কী আবার বিজেপির দাদাগিরি মেনে নেবে ? সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন বাল ঠাকরের পুত্র।

এবার সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন তিনি কোনওভাবেই এনডিএ-তে ফিরছেন না। উল্লেখ্য,শেষ দফায় মহারাষ্ট্রের ১৩টি আসনে ভোট রয়েছে। তার আগে এই চর্চায় নিজেই দাঁড়ি টেনে দিলেন উদ্ধব ঠাকরে। কেন তিনি বিজেপিকে ফিরতে চান না,সেকথাও উদ্ধব স্পষ্ট করে বলেছেন।তাঁর সাফকথা মোদি আসলে ঘনঘন রূপ বদল করেন।যিনি জনতার সামনে দাঁড়িয়ে  , আসল শিবসেনাকে নকল শিবসেনা বলছেন,যিনি  শিবসেনার প্রকৃত নেতাকে নকল সন্তান বলছেন,তাঁর দলের সঙ্গে এক ছাতার তলায় রাজনীতি করার প্রসঙ্গই ওঠে না।

বিজেপির প্রতি এতটাই উদ্ধব রুষ্ট তিনি জানিয়ে দিয়েছেন, যাঁরা শিবসেনায় ভাঙন ধরিয়েছেন তাঁদের রেওয়াত করবেন না।৪০জন একনাথ শিণ্ডে গোষ্ঠীর সদস্যকে বিশ্বাসঘাতক বলেও তোপ দেগেছেন তিনি। যখন বিজেপি-শিবসেনা গোষ্ঠী ক্ষমতাচ্যুত হবে তখন তিনি কোটি কোটি দুর্নীতির তদন্ত করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ধারাভি পুনর্গঠন প্রকল্পের নামে কিভাবে আদানি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে তা সরকার পরিবর্তনের পর তদন্ত করে দেখা হবে বলেও সাফ জানিয়েছেন।

Related Articles