বিনোদন
Trending

Cannes 2024: পাম ডি’অরের দৌড়ে এই প্রথম ভারতীয় ছবি, কান চলচ্চিত্র উৎসবের শুরু থেকে শেষ

This is the first film in the running for the Palme D'Or

The Truth Of Bengal : বিশ্বের অন্যতম আকর্ষণীয় কিংবা অনন্য রেড কার্পেট ‘কান চলচ্চিত্র উৎসব ’! মঙ্গলবার ইভেন্টের আসর বসতে চলেছে, যার কারণে প্রস্তুতি একেবারেই তুঙ্গে। শুধুমাত্র হলিউডেই নয়, এর আগে বলিউডেরও প্রচুর সেলেব দের এই অনুষ্ঠানে নিজেদের অনন্য লুকে ভাইরাল হতে দেখা গিয়েছিল গণমাধ্যমে। সেখানেই এবার ফেস্টিভালের ৭৭তম সংস্করণে ১৪তারিখ থেকে ২৫শে মে পর্যন্ত বলিউডের কোন কোন তারকাদের দেখা যেতে চলেছে কিংবা তাদের লুক কি হতে চলেছে সেই নিয়ে আলোচনা করতে ব্যস্ত নেটিজেনরা।

প্রতি বছর শত শত সেলিব্রিটি, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী এবং চলচ্চিত্র প্রেমীদের সমাহারে উৎসব মেতে ওঠে। কিছুদিন আগেই ‘মেট গালা ২০২৪’তে আলিয়াকে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে তাক লাগাতে দেখা যায় এবার তার রেষ কাটতে না কাটতেই বসতে চলেছে ‘কান চলচ্চিত্র উৎসব’ এর আসর। এর আগে ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন সহ প্রিয়াঙ্কা চোপড়া, অদিতি রাও হায়দারি, হিনা খান, আনুশকা শর্মা, সোনম কাপুরের মতো ভারতীয় অভিনেত্রীরা সহ চলচ্চিত্র তারকা এবং ইন্টারনেট ব্যক্তিত্বরা কানে পৌঁছেছেন। তবে এবছর কারা থাকবেন ‘কান’ ফিল্ম ফেস্টিভালে?

সূত্রের খবর ‘২০২৪ কান চলচ্চিত্র উৎসব’এ দেখা যেতে চলেছে ল’রিয়ালের রাষ্ট্রদূত হিসেবে ঐশ্বরিয়া রাই বচ্চন সঙ্গে অনুষ্ঠানে যোগ দেবেন অদিতি রাও হায়দারি’ও। তাছাড়াও একটি আইসক্রিম ব্র্যান্ডের হয়ে এদিন রেড কার্পেটে হাঁটবেন শোভিতা ধুলিপালা। তাছাড়াও আরও বেশ কয়েকজন তারকাদের এদিন ‘কান’ এর ফিল্ম ফেস্টিভাল হাঁটবেন আশা করা যায়। তবে অদিতি এবং ঐশ্বর্য যে গত বছরের মতো এবছরও ‘কান চলচ্চিত্র উৎসব’এর রেড কার্পেটে তাক লাগাতে চলেছেন তা বলাইবাহুল্য। উৎসবটি ফ্রান্সের কানে প্যালেস ডেস ফেস্টিভাল এট ডেস কংগ্রেসে অনুষ্ঠিত হবে।

কোথায় দেখবেন ‘২০২৪ কান চলচ্চিত্র উৎসব’?

‘কান ফেস্টিভ্যা’লের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারেকান ফিল্ম ফেস্টিভ্যালের বিষয়বস্তু ফ্রান্সের ফ্রান্স টেলিভিশনে লাইভ পাওয়া যাবে। তাছাড়াও ইভেন্টের লাইভ স্ট্রিমও দেখতে পারেন তাঁদের নিজস্ব ইউটিউব চ্যানেল কিংবা অফিসিয়াল ওয়েবসাইটেও।

কারা এবছর বিচারকদের ভূমিকায় থাকবেন?

এখনও পর্যন্ত জানা গেছে এই বছর জুরির সভাপতিত্ব করবেন গ্রেটা গারউইগ। বার্বি পরিচালক ছাড়াও তুর্কি চিত্রনাট্যকার এব্রু সিলান, অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী ইভা গ্রিন, লেবানিজ লেখক-পরিচালক নাদিন লাবাকি, স্প্যানিশ লেখক-পরিচালক হুয়ান আন্তোনিও বেওনা, ইতালিয়ান অভিনেতা পিয়েরফ্রান্সিসকো ফাভিনো, জাপানি পরিচালক কোরে-এডা হিরোকাজু এবং ফরাসি পরিচালক। ওমর সাই জুরির অংশ।

সম্মানিত পাম ডি’অরের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম ভারতীয় চলচ্চিত্র:

কান চলচ্চিত্র উৎসবে দেওয়া সর্বোচ্চ পুরস্কার পাম ডি’অর। এবং ‘কান’র সর্বোচ্চ এই পুরস্কারের জন্য এই প্রথমবার ভারতীয় কোনও ছবি প্রতিদ্বন্দ্বিতায় নামতে চলেছে। পায়েল কাপডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবিটি এবছর ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘মেগালোপোলিস’, ইয়োর্গোস ল্যান্থিমোসের ‘কাইন্ডস অফ কাইন্ডনেস’, পল শ্রেডারের ‘ওহ’, ‘কানাডা’, আলী আব্বাসির ‘দ্য অ্যাপ্রেন্টিস’, আন্দ্রেয়া আর্নল্ডের ‘বার্ড’ এবং আরও বেশ কয়েকটি ছবির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Related Articles