রাজনীতিরাজ্যের খবর

প্রচারের ঘন্টা বাজাতে বাজাতে মোদির মৃত্যুঘন্টা বেজে গেছে: মমতা

Modi's death knell has tolled as campaign bell tolls: Mamata

The Truth of Bengal: বাংলা যা কাজ করেছে,তা বিশ্বের কোথাও কাজ হয়নি। তবুও মোদি মিথ্যাচার করছেন,রাজ্যে এসে অসত্য কথা বলে বেড়াচ্ছেন। বাংলার সরকারের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।মমতার অভিযোগ,সন্দেশখালি নিয়ে শুধু মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন।বাংলায় তফশিলিরা নিশ্চিন্তে রয়েছেন,কারুর কোনও অধিকার ক্ষুন্ন হয়নি।

বাংলায় এসে প্রধানমন্ত্রী তফশিলিদের সঙ্গে মুসলিমদের সংরক্ষণ নিয়ে  বিভাজন করতে চাইছেন। তফশিলি থেকে সংখ্যালঘু সবাই বলছেন,এবার মোদিকে বিদায় জানাতে হবে।একটা করে ভোট আসছে আর মোদি রেগে যাচ্ছেন।গুজরাটের হিংসা থেকে দিল্লির অশান্তি সব নিয়েই বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মমতা।

১০০দিনের কাজের টাকা না দেওয়ার জন্য কেন্দ্রকে নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন,আমাকে গর্জালে আমি বর্ষাই।প্রশ্ন তোলেন,তুমি সরকার বদলের কে ? কোন হরিদাস আপনি ? বাংলায় সরকার কাজ করছে কিনা তা বিচার করবেন বাংলার মানুষ। প্রচারসর্বস্ব মোদির রাজনীতির বিরুদ্ধে তোপ দেগে মমতার তোপ,প্রচারের ঘন্টা বাজাতে বাজাতে মোদির মৃত্যুঘন্টা বেজে গেছে।

Related Articles