রাজনীতি

বিপুল সম্পত্তির মালিক অভিজিত্ গঙ্গোপাধ্যায়! কত টাকার মালিক বিজেপির প্রার্থী ?

Abhijit Gangopadhyay, the owner of huge property! How much money is the candidate of BJP?

The Truth of Bengal: বিচারপতির পদ ছেড়ে এখন তিনি ভোটের  লড়াইতে নেমেছেন। তমলুক থেকে পদ্ম প্রতীকে লড়ছেন অভিজিত্ গঙ্গোপাধ্যায়।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এই বিজেপি প্রার্থীর বিপুল সম্পত্তি নিয়ে নানা মহলে উঠছে প্রশ্ন।  নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেওয়ার পর যে ব্যক্তিগত তথ্য দিয়েছেন তাতে স্পষ্ট যে, ২কোটি টাকার ওপর সম্পত্তির মালিক অভিজিত্ গঙ্গোপাধ্যায়।

গত অর্থবর্ষে প্রায় ৬০লক্ষ টাকা আয় ছিল তাঁর।গত কয়েক বছরের তুলনায় তাঁর আয় কয়েকগুণ বেড়েছে। প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার  সময় তাঁর হাতে ছিল নগদ ১২ হাজার টাকা। জীবনবিমা থেকে শেয়ারে বিনিয়োগও করেছেন বিজেপি প্রার্থীর। রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সবমিলিয়ে পরিমাণ ২ কোটি ৮৮ লক্ষ ৬৩ হাজার ৫৬৮ টাকা। তাঁর যে গাড়ি রয়েছে সেই গাড়ির মূল্য প্রায় ৬লক্ষ টাকা।আদি বাড়ি চৌরঙ্গীতে থাকলেও এখন তিনি থাকেন সল্টলেকের সেক্টর-৩তে।সেই ফ্ল্যাটের দর প্রায় ৮০লক্ষ টাকা।তাঁর ৫১লক্ষ টাকার কাছে গৃহ ঋণ রয়েছে বলে জানা গেছে।

 

Related Articles