IPL 2024

লখনউ সুপার জায়েন্টের বোলিংয়ে ঝলসে গেল মুম্বই

The Truth of Bengal : ব্যাট ও বল দুই হাতেই প্রায় একাই মুম্বই’কে শেষ করল মার্কাস স্টইনিস। কে এল রাহুলদের বোলিং এই ঝলসে গেল হার্দিকরা। একানা স্পোর্টস এরিনায় এদিনের ম্যাচে লখনউ সুপার জায়েন্টের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।  নিজেদের ঘরের মাঠে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় কে এল রাহুল’রা। অসামান্য বোলিংয়ে মুম্বাইকে চেপে ধরে লখনউ। মহসিন খান প্রথমেই বার্থডে বয় রোহিত শর্মা’কে আউট করে ডাগ-আউটে ফেরান। পরিবর্ত ব্যাটার হিসেবে নামা সূর্য কুমার যাদবকেও পরের ওভারে ফিরতে হয় মার্কাস স্টইনিসের বলে। মাত্র ৭ রান করে নিজের ভুলেই রান আউট হয়ে ফিরতে হয় তিলক বর্মা’কে। নবীন-উল-হকের পরের বলেই ফিরতে হয় ক্যাপ্টেন হার্দিককে। রবি বিষ্ণোই এর বলে আউট হয়ে ফিরতে হয় ইশান কিশানকে। অপরদিকে থাকা নেহাল ওয়াধেরা ৪১ বলে ৪৬ ইনিংস খেলেন। মহসিনের বলে বোল্ড হয়ে যান তিনি। টিম ডেভিডের ১৮ বলে ৩৫ রানের ইনিংস মুম্বই’কে একটা লড়াই করার রান পৌঁছে দেয়। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান করে মুম্বই।

লখনউ সুপার জায়েন্টের হয়ে ব্যাট করতে নেমে কে এল রাহুল ২২ বলে ২৮ রান করে হার্দিকের বলে আউট হয়ে ফিরে যান। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আরশিন কুলকার্নি প্রথম বলেই আউট হয়ে যান। তিন নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন মার্কাস স্টইনিস। তিনি ৪৫ বলে ৬২ রান করেন। সাতটি চার ও দুটি ছয় মারেন। তাঁর এই ইনিংসেই জয়ের অনেক কাছাকাছি পৌঁছে যায় লখনউ। জয় নিশ্চিত করতে বাকি ব্যাটসম্যানরাও নিজেদের অবদান রাখেন। ১৯.২ ওভারেই লখনউ সুপার জায়েন্টে ১৪৫ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে।

Related Articles