ফের পিছল ‘কালকি’র মুক্তি ? ১৩ মের পরিবর্তে কবে আসছে নাগ অশ্বিনের এই এপিক সায়েন্স ফিকশন ?
The release of 'Kalki' slipped again? When is this epic science fiction of Nag Ashwin coming instead of May 13?

The Truth Of Bengal : নাগ অশ্বিন পরিচালিত কালকি ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল আগামি ১৩ মে। সেকারণে, কিছুদিন আগে আইপিএল চলাকালিন প্রকাশ্যে এসেছিল কালকি ২৮৯৮ এডি ছবিতে অমিতাভের টিজার। সেই টিজারে বিগ বিকে দেখা গেছে অশ্বথামারূপে। মাথায় জটা, কপালে ফেট্টি, আপাদমস্তক অপরিচ্ছন্ন কাপড় দিয়ে ঢাকা। হাতে, পায়ে, মুখে ব্যান্ডেজ বাঁধা অমিতাভের ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। কিন্তু, এবার ভোটের কারণে পিছিয়ে গেল ছবি মুক্তির দিন। প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘কালকি ২৮৯৮ এডি’ ছবির মুক্তির তারিখ ৷ শনিবার ছবির নতুন একটি পোস্টার প্রকাশ্যে এনে নতুন তারিখ ঘোষণা করলেন প্রযোজক সংস্থা ৷
বিভিন্ন কারণে বারবার বদলেছে ‘কালকি ২৮৯৮ এডি’ ছবি মুক্তির তারিখ ৷ এপিক সাইন্স-ফিকশন এই ছবি ১৩মের পরিবর্তে আগামি ২৭ জুন মুক্তি পেতে চলেছে ‘কালকি ২৮৯৮ এডি’ ৷ জানা গিয়েছে, মে মাসের ১৩ তারিখ তেলেঙ্গনা ও অন্ধ্রপ্রদেশের লোকসভা নির্বাচনের কারণে পিছিয়েছে কালকি ছবির মুক্তির তারিখ ৷ প্রসঙ্গত, প্রভাসের সঙ্গে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন ও দিশা পাটানিকে ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক নাগ অশ্বিন ৷ জানা গিয়েছে, মাইথোলজিক্যাল কাহিনীর সঙ্গে কল্পবিজ্ঞানকে মেলানো হয়েছে এই ছবিতে ৷ এবার ঘোষিত নতুন এই তারিখে ‘কালকি ২৮৯৮ এডি’ মুক্তি পায় কিনা সেটাই বড় প্রশ্ন?