রাজ্যের খবর

পুলিশ গ্রেফতার করল স্বামী- স্ত্রী দুজনকেই, তাদের অপরাধ কী জানেন ?

The police arrested both the husband and wife, do you know what their crime is?

The Truth Of Bengal : জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী, নরেন্দ্রপুর :-  একটি চুরির ঘটনার তদন্তে নেমে প্রচুর পরিমাণে সোনার গহনা ও মোবাইল ফোন উদ্ধার করলো নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর এলাকায়। ঘটনায় গ্রেপ্তার স্বামী-স্ত্রী।

সুত্রের খবর, সোমবার রাতে নরেন্দ্রপুর থানার পিসি টিম যৌথ অভিযান চালিয়ে গড়িয়া পাঁচপোতা এলাকা থেকে সোনার গহনা সহ অভিযুক্ত স্বামী, দেবু মহাপাত্র ও তার স্ত্রী রঞ্জানা মহাপাত্র কে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া জিনিসের আনুমানিক মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা যায় এদের বাড়ি রুবি এলাকায়। এরা নরেন্দ্রপুর থানার গড়িয়া পাঁচপোতা এলাকায় ভাড়া নিয়ে থাকতো, সেখানে ভাড়া থেকেই এই কাজ করতো। তবে পুলিশের অনুমান এর সাথে বড়সড় চক্র কাজ করতে পারে। তবে তাদের দুজনকেই মঙ্গলবার বারুইপুর আদালতে পেশ করা হয়। এদের পেছনে আর কে কে রয়েছে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।

 

Related Articles