বীরভূমে অনুব্রত মণ্ডলের প্রতিকৃতিতে আবির দিয়ে প্রণাম তৃণমূলের কর্মীদের
Salute to Trinamool workers by appearing in the portrait of Anuvrata Mandal in Birbhum

The Truth Of Bengal, বীরভূম, পার্থ দাস: বীরভূমের অভিভাবক অনুব্রত মণ্ডলের প্রতিকৃতিতে আবির দিয়ে প্রণাম করলেন সিউড়ি তৃণমূল কার্যালয়ে তৃণমূলের কর্মীরা।
মূলত গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল তারপর থেকেই জেলার তাই অভিভাবকের অভাবে ভুগছেন বীরভূম জেলা তৃণমূল মহল আজ এক বিশেষ দিন যেখানে অনুব্রত মণ্ডল তার সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে বাড়িতেই বসন্ত উৎসব পালন করতেন আর আজ অভিভাবক কাছে নেই সেই অভাব ভোগ করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা তাই আজ সিউড়ি থেকে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরীর নেতৃত্বে একটি বন্যার্ত শোভাযাত্রা বের করা হয় আর সেই শোভাযাত্রার আগেই মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল কার্যালয়ের সামনে লাগানো অনুব্রত ছবিতে তার পায়ে আবির দিয়ে প্রণাম ছাড়লেন তার পাশাপাশি সেদিন বিকাশ রায় চৌধুরী পথ চলতি মানুষদের আবির দিয়ে মুখ মিষ্টি করান।
সামনেই লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচন করে রয়েছে যেমন একদিকে নির্বাচন কমিশন বীরভূমের দিকে বাম কংগ্রেস জোট করে প্রাপ্তি ঘোষণার পরেও বিজেপি এখনো পর্যন্ত প্রার্থনা ঘোষণা করলেও এক ইঞ্চিও লড়াই এর মাটি ছাড়তে বিভিন্নভাবে প্রার্থীর নাম ছাড়াই দেয়াল লেখনে নেমে পড়েছেন বুথ স্তর থেকে শুরু করেও জেলা স্তরে তারা বৈঠক করছেন অপরদিকের তৃণমূলের আজ বসন্ত উৎসবকে কাজে লাগিয়ে এক অভিনব প্রচার ছাড়লেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী উৎসাহী মানুষ বিকাশ রায় চৌধুরীকে এ কাছে পেয়ে তাকে ও আবিদ লাগিয়ে দুহাত পড়ে আশীর্বাদ করলেন তবে আজ অনুব্রত মণ্ডল নেই কিন্তু তার কর্মীদের মনের তার ছায়া রয়েছে আর তাকে কাজে লিয়ে কাজে লাগিয়ে ইতিমধ্যে ভোট প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস। আর আজ অভিভাবককে কাছে না পেয়েও আবির খেলায় মাতলেন। তৃণমূল সমস্ত কর্মীরা তার পায়ে আবির দিয়ে।।