বিনোদন

শ্রাবন্তীর প্রেমে আবার হাবুডুবু খাচ্ছেন কে ?

Who is in love with Srabanti again?

The Truth of Bengal: টলিউডের অন্যতম অভিনেত্রীদের নামের তালিকা যদি প্রকাশ করা হয় তাহলে অবশ্যই সেই তালিকার প্রথম দিকেই থাকতে চলেছেন বর্তমান প্রজন্মের হার্টথ্রব শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর এবারে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসলেন তিনি। শোনা যাচ্ছে, তার প্রেমে নাকি একজন হাবুডুবু খাচ্ছেন! সম্প্রতি শিবরাত্রি উপলক্ষে শিবের উপাসনা করেছিলেন তিনি। সেই নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি যা রীতিমতোন ভাইরালও হয়। অবশ্য নেটিজেনদের দিক থেকে তীর্যক মন্তব্যও ছুটে এসেছিল তার দিকে। “তাহলে কী নতুন বর পাওয়ার জন্যেই শিবের মাথায় জল ঢালছেন ?”-এরুপ বিতর্কিত মন্তব্যও সামনে এসেছে।

তবে এবার শ্রাবন্তীর প্রেমে পড়ে তার ছবি পোস্ট করলেন কে? সবাই হয়তো ভাবছেন নিশ্চই কোনও ছেলে। তবে আদতে তা নয়। ইনি একজন মহিলা যাকে অবশ্য নেটিজেনরা প্রেমিকের আখ্যাই দিয়েছিলেন। তবে ইনি প্রেমিকা ! হ্যাঁ, ঠিকই শুনছেন। ইনি হলেন শ্রাবন্তীর ব্যক্তিগত ম্যানেজার অদিতি বোস। শ্রাবন্তীর ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন- ” প্রেমে পড়েই গেলাম “।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে বহু অল্পবয়সেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। সেটা ছিল ২০০৩ সাল। ২০১৬ সাল পর্যন্ত রাজীবের সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছেন অভিনেত্রী। এরপর অবশ্য রাজীবকে ডিভোর্স দিয়ে বিয়ে করেছিলেন কৃষাণ বিরাজকে। তারপর সেই সম্পর্কের অবসান ঘটলে রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। এমনকি, চতুর্থবার অভিরূপ নাগ চৌধুরীর প্রেমেও পড়েছিলেন তিনি ! সম্প্রতি অবশ্য শ্রাবন্তীকে নিয়ে করা এই পোস্ট সামনে আসতেই নেটিজেনরা ভাবছেন হয়তো পঞ্চমবারের জন্য কেউ প্রেমে পড়েছেন তার। আবার হয়তো বিবাহ-বন্ধনেই আবদ্ধ হবেন তিনি। সব মিলিয়ে, এই উপলক্ষে যে শ্রাবন্তীর লাভ লাইফের গুঞ্জন আবারও খবরের শিরোনামে চলে এল, তা বলাবাহুল্য।

Related Articles