রাজ্যের খবর
ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে, সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১
Firearm recovered again in Murshidabad, 1 arrested with firearm in Sagarpara

The Truth Of Bengal : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। সাগরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১। গতকাল গভীর রাতে নাকা চেকিং করার সময় মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনীরামপুর এলাকায় এক ব্যক্তিকে দাঁড় করিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও চার রাউন্ড গুলি ধৃত ঐ ব্যক্তির নাম মাইনুল মোল্লা। তার বাড়ি সাগরপাড়া থানার সাহেবনগর টিকটিকি পাড়া এলাকায় বলে জানা যায় তবে ধৃত ওই মাইনুল মোল্লাকে আজ জেলা আদালতে পাঠালো পুলিশ তবে কী কারনে এই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরাঘুরি করছিল ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।
FREE ACCESS