কৌশিকীকে কে গুলি মেরেছিল জানতে পেরে গেল জগদ্ধাত্রী! কিন্তু আসল অপরাধীকে কি ধরতে পারবে সে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে কৌশিকীকে হত্যার রহস্য ভেদ করার জন্য জগদ্ধাত্রী তৎপর। সেই রহস্যের একটি চাবিকাঠি হতে পারে বাঁকা। তাই জগদ্ধাত্রী বাঁকাকে তার ডিপার্টমেন্টে ডেকে পাঠায়।
জগদ্ধাত্রী বাঁকাকে জিজ্ঞেস করে, “কৌশিকীকে মারার ব্যাপারে তুমি কি কিছু জানো?”
বাঁকা বলে, “আমি মিথ্যা বলছি না। আমি কৌশিকীকে মারতে চাইনি।” জগদ্ধাত্রী বাঁকার দিকে তাকিয়ে বলে, “আমি জানি তুমি মিথ্যা বলছো। তোমার চোখে আমি ভয় দেখতে পাচ্ছি।” বাঁকা জগদ্ধাত্রীর কথা শুনে চুপ করে থাকে।
জগদ্ধাত্রী বাঁকাকে আরও অনেক প্রশ্ন করে। কিন্তু বাঁকা কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হয় না। জগদ্ধাত্রী বাঁকাকে জেরা শেষ করে বলে, “আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি কৌশিকীকে মারছো। আমি তোমাকে ধরে ছাড়বো না।”
বাঁকা জগদ্ধাত্রীর কথা শুনে থমকে দাঁড়ায়। সে বুঝতে পারে যে জগদ্ধাত্রী তাকে ধরতে পেরে যাবে।
জগদ্ধাত্রী বাঁকাকে জেরা করে কিছুটা হলেও সন্দেহ নিশ্চিত করতে পেরেছে যে বাঁকা কৌশিকীকে মারতে চেয়েছিল। কিন্তু বাঁকা কোনো প্রমাণ দেয়নি যে সে কৌশিকীকে মেরেছে।
জগদ্ধাত্রী জানে যে বাঁকা একা কৌশিকীকে মেরে ফেলতে পারবে না। তার সাহায্যকারী ছিল কেউ। জগদ্ধাত্রী সেই সাহায্যকারীর সন্ধানে তৎপর।
জগদ্ধাত্রীর রহস্য ভেদ করার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন।