রাজ্যের খবর

দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন, সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

Bike accident

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া থানার শালীপুর গ্রাম পঞ্চায়েতের কলুপুকুর মোড় এলাকায় কর্তব্যরত অবস্থায় বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। মৃতের নাম শরিফুল খান (৩২)। তিনি শালীপুর অঞ্চলের গোয়ালপোতা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৮ তারিখ রাতে কলুপুকুর মোড় এলাকায় কর্তব্যরত ছিলেন শরিফুল খান। ওই সময় একটি দ্রুতগতিতে আসা বাইক তাকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন শরিফুল খান। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোররাতে তার মৃত্যু হয়।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শরিফুল খান চার ভাইয়ের মধ্যে একজন। তিনি বিবাহিত ছিলেন এবং তার একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র শোক নেমে এসেছে।

Related Articles