রাজ্যের খবর

শাড়ি পরেই ব্যাডমিন্টন কোর্টে সোনারপুরের দুই বিধায়ক

Lovely Maitra

The Truth of Bengal: শীতের রাতে শাড়ি পড়েই ব্যাডমিন্টন কোর্টে নেমে পড়লেন সোনারপুরের দুই বিধায়ক। সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র এবং সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম এই দুজনকে আজ দেখা গেল র‍্যাকেট হাতে। বিধানসভায় স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক সেরে দুজনেই আসেন রাজপুর সোনারপুর পুরসভায়।

চেয়ারম্যানের সাথে মিটিং সেরে রাতে বের হওয়ার সময় কয়েকজন যুবককে র‍্যাকেট হাতে খেলতে দেখে তারা দুজনেই নেমে পড়েন মাঠে। বেশ কিছু সময় দুজনে খেলেন। তারপর তাদের সাথে খেলায় যোগ দেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কান্তি দাস ও পৌর পারিষদ সদস্য নজরুল আলি মন্ডল। খেলা শেষে দুজনেই জানান খুব ভালো লাগছে তাদের।

লাভলী মৈত্র বলেন, “আজ রাতে পুরসভায় এসে কয়েকজন যুবককে ব্যাডমিন্টন খেলতে দেখলাম। খেলাটা দেখে ভালো লাগলো। তাই তাদের সাথে যোগ দিয়ে খেললাম। খুব ভালো লাগলো।” ফিরদৌসী বেগম বলেন, “শাড়ি পরেই ব্যাডমিন্টন খেলেছি। খুব ভালো লাগলো। এভাবেই সাধারণ মানুষের সাথে মিশে থাকতে চাই।”

Related Articles