অফবিট

দুর্ঘটনা কেড়েছে হাত-পা, তবুও আইএএস হয়ে দেখালেন সুরাজ!

 

সুরাজ তেওয়ারি অ্যামোনি। বছর ২৫। ঝাড়খণ্ডের বাসিন্দা। ২০১৭ সালে এক ট্রেন দুর্ঘটনায় তার দাদা মারা যান এবং তিনি নিজেও হাত-পা হারিয়ে ফেলেন। কিন্তু দুর্ঘটনার পরও তিনি থেমে থাকেননি। নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই চালিয়ে যান।

সুরাজ তেওয়ারি অ্যামোনি জেএনউ থেকে স্নাতক হন। এরপর তিনি ইউপিএসসি পরীক্ষায় বসতে চান। কিন্তু প্রথমবার পরীক্ষায় তিনি ব্যর্থ হন। কিন্তু হতাশ হননি। দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে তিনি সফল হন। ইউপিএসসির ২০২৩ সালের পরীক্ষার ৯১৭তম স্থানে তিনি স্থান পান।

সুরাজ তেওয়ারি অ্যামোনির সাফল্য সত্যিই প্রশংসনীয়। তার গল্প আমাদের অনুপ্রাণিত করে। তিনি আমাদের দেখিয়েছেন যে, কোনো প্রতিবন্ধকতা আমাদের স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না।

সুরাজ তেওয়ারি অ্যামোনির সাফল্যের রহস্য হল তার অদম্য ইচ্ছাশক্তি এবং পরিশ্রম। তিনি কখনই হতাশ হননি। দুর্ঘটনার পরও তিনি নিজের লক্ষ্য থেকে সরে যাননি। তিনি কঠোর পরিশ্রম করে নিজের লক্ষ্য অর্জন করেছেন।

সুরাজ তেওয়ারি অ্যামোনির সাফল্য আমাদের মনে করিয়ে দেয় যে, কোনো প্রতিবন্ধকতা আমাদের স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। যদি আমরা আমাদের লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ হই, তাহলে আমরা অবশ্যই সাফল্য অর্জন করতে পারব।

Related Articles