খেলা

শামির চোট নিয়ে উদ্বিগ্ন বোর্ড কর্তারা

Mohammed Shami

The Truth of Bengal: বিশ্বকাপে কাপ জিততে পারেনি ভারত । কিন্তু বিশ্বকাপে যে রকম পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া তার পর থেকে রয়েছে আলোচনায় । আলোচনায় রয়েছে মহম্মদ শামিও । আর এবার আলোচনায় এলেন কারণ ওয়ানডে ও টি টোয়েন্টি তে কি খেলবেন তিনি ? ধোঁয়াশা রয়েছে । কারণ তার গোড়ালিতে চোট রয়েছে ।  তিনি এবার হয়তো মুম্ব্ই  এ চোটের চিকিৎসা করাবেন । খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়ার  পর সে জায়গা থেকে কিভাবে কামব্যাক করতে হয় তার প্রকৃষ্ট উদাহরণ  শামি ।

স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর শামির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠে। যার ফলে ভারতীয় দলে অনিয়ত ছিলেন তিনি।প্রতিটি খেলোয়াড়ের জীবনেই উত্থান-পতন থাকে। এর আগে  এশিয়া কাপে দলে থাকলেও একাদশের জায়গা পাননি নিয়মিত। তাছাড়া বিশ্বকাপেও কিছুটা ভাগ্যের জোরেই জায়গা পেয়েছেন তিনি।  চোট এখনই  না  সারালে ভুগতে হতে পারে । তবে চোট কতটা গুরুতর তা জানাননি বোর্ড কর্তারা । টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি কেমন পারফর্ম করবেন তা একটা বড় বিষয় চোটের জন্য্ই । যদিও তার আগে রয়েছে আইপিএল।

সেখানে তেমন পারফর্ম করবেন তার উপরেই নির্ধারিত হবে অনেক কিছু।  নতুন প্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠেছেন । জোড়ে বোলারদের অন্যতম তিনি । শামির যাত্রা পথটা একটি চিত্তাকর্ষক কাহিনীর থেকে কম কিছু নয়। সিনেমার প্লটকে ও হার মানাতে পারে। এই জোড়ে বোলার বিশ্বকাপ খেলার সময় ই চোট পেয়েছিলেন । সেই চোটটা যদি না সারানো হয় তাহলে বাড়তে পারে। সামনের বছর জুনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচের আগে রয়েছে অনেক সময় ফলত এখনই চাপ নিচ্ছে না বোর্ডের কর্তারা । শামিকে রিহ্যাবে পাঠানোর সম্ভাবনাও রয়েছে। আশা করা হচ্ছে, সপ্তাহ দুয়েকের মধ্যেই ফিট হয়ে যাবেন তিনি।

Related Articles