শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় উষ্ণ অবতারে ধরা দিলেন সৌমিতৃষা! মুগ্ধ সকলে

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু সম্প্রতি সাদা শাড়িতে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। ছবিগুলিতে তিনি একদম অন্যরকম রূপে ধরা দিয়েছেন।
সৌমিতৃষা সাদা শাড়ির সঙ্গে মানানসই সাজ সেজেছেন। ঝোলা কানের দুল, হাতে চুড়ি পরেছেন। ঠোঁটে লিপস্টিক দিতে একদমই ভোলেননি।
ছবিগুলিতে সৌমিতৃষা একাধিক পোজে ধরা দিয়েছেন। তিনি কখনও বসে আছেন, কখনও দাঁড়িয়ে আছেন, আবার কখনও হেঁটে চলেছেন।
সৌমিতৃষার এই ছবিগুলি তার অনুগামীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিগুলি ইতিমধ্যেই লাখ লাখ লাইক এবং কমেন্ট পেয়েছে।
অনেকেই সৌমিতৃষার এই ছবিগুলিকে “অসাধারণ”, “সুন্দর” এবং “গ্ল্যামারাস” বলেছেন। কেউ কেউ আবার বলেছেন যে, সৌমিতৃষা যে কতটা সুন্দরী তা এই ছবিগুলি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে।সৌমিতৃষা কুন্ডু জি বাংলার সুপার হিট ধারাবাহিক “মিঠাই”-তে অভিনয় করছেন। তিনি এই ধারাবাহিকে মিঠাই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।