আজকের দিনে

বছরের শেষে সমস্যা এই ৩ রাশির, জানুন কোন ৩ রাশিকে সাবধানে থাকতে হবে

Today's Horoscope

The Truth Of Bengal : আজ, বুধবার, ২৯ নভেম্বর, আজকে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

মেষ রাশি   

শারীরিক অসুস্থতার জন্য অর্থব্যয় হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। ব্যয়ের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায় বাধা আসবে।

বৃষ রাশি

নতুন কাজের চিন্তাভাবনা করতে পারেন। ব্যবসায় জটিলতা কেটে ভালো সময় আসবে। ধর্মীয় কাজের জন্য খরচ হবে। বাড়িতে পরিবারের লোকের সাথে দূরত্ব তৈরি হবে।

৩। মিথুন রাশি

যানবাহন চড়ার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। ব্যবসা ভালো কাটলেও চিন্তা থাকবে। দায়িত্ব বাড়বে। অর্থ উপার্জনের ভাগ্য খুব একটা ভালো নয়। বাড়তি খরচের কারণে চিন্তা বাড়বে।

৪। কর্কট রাশি

দেহের ক্ষেত্রে ব্যথা-বেদনায় কষ্ট পাবেন। মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। সারাদিনের খাটাখাটনি অনেকটা বাড়বে। কর্ম জগতে জনপ্রিয়তা বাড়বে। অর্থ খরচ বাড়বে।

৫। সিংহ রাশি

চিকিৎসার জন্য অর্থ ব্যয় হবে। বাড়িতে কোন ভালো খবর আসবে। নতুন কাজের সন্ধান আসতে পারে। সামাজিক কাজের ক্ষেত্রে সম্মান বাড়বে।

৬। কন্যা রাশি

অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তি ভাব আসবে। পরিবারের অশান্তি মিটবে। গুরুজনদের পরামর্শ মেনে চলার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে খরচ হবে।

৭। তুলা রাশি

চিকিৎসার কারণে অর্থ ব্যয় হবে। উদ্বেগ বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ সুযোগ আসবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন বিপদ হতে পারে। আয়ের জন্য দিনটি ভালো। জীবিকার ব্যাপারে গুরুজনদের সাহায্য নিতে পারে।

৮। বৃশ্চিক রাশি

শারীরিক দুর্বলতার কারণে ভোগান্তি হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্স নিতে হতে পারে। কর্মস্থানে নিজের কিছু ভুল শুধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে তিক্ততা বাড়বে।

৯ । ধনু রাশি

শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। পেটের সমস্যার সামান্য ভোগান্তি হতে পারে। বাড়তি উপার্জন হবে। নতুন কাজের ক্ষেত্রে এগোতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। দান করে আনন্দ লাভ করবেন।

১০। মকর রাশি

বাপের ব্যথায় কষ্ট হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে নতুন পথ খুলতে পারে। বন্ধুদের থেকে সাবধানে থাকুন। সারাদিনের কাজের ক্ষেত্রে একটু আলস্য আসবে। সেবামূলক কাজের শান্তি লাভ করবেন। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে।

১১। কুম্ভ রাশি

শরীর সামান্য দুর্বল থাকবে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। তবে অর্থভাগ্য খুব খারাপ থাকবে না। জীবিকার ক্ষেত্রে সামান্য চাপ থাকবে সাবধানে থাকুন। অপরের উপকার করতে গিয়ে অপমানিত হতে পারেন।  ব্যবসার ক্ষেত্রে শ্রী বৃদ্ধি হবে।

১২। মীন রাশি

শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। সংসারে উন্নতির যোগ লক্ষণীয়। কর্মস্থানে উদাসীনতা আপনার ক্ষতি করবে। অর্থভাগ্য ভালই সারাদিন আনন্দে কাটবে।

FREE ACCESS

 

Related Articles