কলকাতা

নজিরবিহীন পদক্ষেপ রাজ্যপালের, বিধানসভাকে বাইপাস করে বিধায়কের শপথগ্রহণ রাজভবনেই!

Conflict arise again between Raj Bhawan and Assembly

The Truth of Bengal: শিক্ষাক্ষেত্রে দ্বন্দ্ব চলছিলই, এবার আর এক নজিরবিহীন খবর উঠে এলো রাজভবন থেকে। ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি গড়ে থাবা বসিয়েছে তৃণমূল। জিতেছেন নির্মল রায়। তাঁরই শপথগ্রহণ নিয়ে একটা টানাপোড়েন চলছিল। সূত্রের খবর, শুক্রবারই সেই জটিলতার অবসান ঘটানো হয়। রাজভাবন থেকে ধূপগুড়ির বিজয়ী প্রার্থী নির্মল রায়কে ফোন করে বলা হয় শনিবারই রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর কোনও অসুবিধা রয়েছে কিনা!

এখানেই উঠে এসেছে নানা প্রশ্ন। বিধানসভাকে এড়িয়ে এমন পদক্ষেপ কনে করল রাজভবন? শুক্রবারই রাজভবনে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পরিষদীয় বিধি না মেনে রাজভবনের এমন সিদ্ধান্ত খুব একটা ভালো দৃষ্টান্ত হয়। সূত্রের খবর, চলতি সপ্তাহে নির্মল রায়ের শপথ গ্রহণের প্রস্তাব পাঠানো হয় রাজভবন থেকে। শনিবার যেহেতু বিধানসভায় কাজ হয় না, তাই রাজভবনেই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিহাস বলছে, রাজভবনে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হয়ে থাকে।

কিন্তু বিধায়কদের শপথগ্রহণের নজির তেমন একটা নেই। যদিও আইনগত কোনও বাধা নিষেধ নেই। এদিকে বিধানসভার তরফে বার্তা দেওয়া হয়েছে, রাজ্যপাল শপথগ্রহণ করাতেই পারেন, কিন্তু বিধানসভা ভবনে এসেই যেন অনুষ্ঠান করা হয়। অন্যদিকে রাজভবনের সিদ্ধান্তের প্রেক্ষিতে বিধানসভার সচিবালয় থেকে কোনও প্রকাশ্য বিবৃতি দেওয়া হয়নি। প্রতিক্রিয়া মেলেনি নির্মল রায়েরও।

Related Articles