কলকাতা

Jadavpur University: আড়াই বছর পর অবশেষে স্থায়ী উপাচার্য পেল যাদবপুর! আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ড. চিরঞ্জীব ভট্টাচার্য

দায়িত্ব গ্রহণের পর চিরঞ্জীব ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নতি, বিশেষ করে পঠনপাঠনের মানোন্নয়ন, দ্রুত অধ্যাপক নিয়োগ এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন।

Truth of Bengal: অবশেষে দীর্ঘ প্রায় আড়াই বছর পর স্থায়ী উপাচার্য (Vice Chancellor) পেল রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। সোমবার আনুষ্ঠানিকভাবে এই পদে যোগ দিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন বেলা সাড়ে ১১টায় তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে অধ্যাপক ও আধিকারিকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান (Jadavpur University)।

দায়িত্ব গ্রহণের পর চিরঞ্জীব ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নতি, বিশেষ করে পঠনপাঠনের মানোন্নয়ন, দ্রুত অধ্যাপক নিয়োগ এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। তিনি জানান, “বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের মানোন্নয়নের জন্য অধ্যাপক নিয়োগ জরুরি। এ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দ্রুত কথা বলব।” এছাড়াও ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন (Convocation) আয়োজন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালনার নিয়মাবলী বা ‘স্ট্যাটিউট’ নিয়েও তিনি সকলের সঙ্গে আলোচনার বার্তা দিয়েছেন।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির উপর হামলা এবং ক্যাম্পাসের ঝিলে পড়ে গিয়ে এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় যাদবপুরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। এই পরিস্থিতিতে স্থায়ী উপাচার্য নিরাপত্তা বাড়ানোর বিষয়ে বিশেষ উদ্যোগী হয়েছেন। রাজ্য সরকার ইতিমধ্যেই যাদবপুরের দুটি ক্যাম্পাসে অতিরিক্ত ৭৪টি সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য অর্থ মঞ্জুর করেছে। চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “শুধু সিসিটিভি নয়, ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও নিরাপত্তা কর্মী নিয়োগের বিষয়েও সরকারের সঙ্গে আলোচনা করব।” দ্রুত সিসিটিভি বসানোর কাজ শুরু হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন (Jadavpur University)।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদে যোগ দিয়েছেন ড. আশুতোষ ঘোষ। সেই ধারাবাহিকতায় এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ও স্থায়ী উপাচার্য পেল। ড. চিরঞ্জীব ভট্টাচার্যের এই নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থা কাটবে বলে মনে করছে শিক্ষামহল।

Related Articles