চাকরি
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্স নিয়োগ, কীভাবে করবেন আবেদন
Recruitment of nurses at Kolkata Medical College Hospital, how to apply

Truth Of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চুক্তিভিত্তিক পদে নার্স নিয়োগ করা হবে। পদের নাম অক্সিলারি নার্সিং মিডওয়াই।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের অপলয়েড সাবস্টিটিউশন থেরাপি সেন্টারে নার্স নিয়োগ করা হবে। ২০ মে দুপুর ১২টা থেকে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। অক্সিলারি নার্সিং মিডওয়াইফের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নার্সিং কোর্সে বিএসসি ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার মিলবে। মাসে বেতন মিলবে সাড়ে ১২ হাজার টাকা করে। ওয়াক ইন ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় নথিপত্র (মার্কশিট ও শংসাপত্রর আসল ও ফটোকপি সঙ্গে আনতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে বয়সের যে কেউ আবেদন করতে পারবেন।