ভ্রমণ

স্বল্পচেনা গন্তব্য, এলাচের গ্রাম ‘চিসাং’

Little-known destination, the cardamom village 'Chisang'

Truth Of Bengal: ব্যস্ত নাগরিক কোলাহল থেকে মুক্তির স্বাদ নিতে ও অনাবিল আনন্দে দিন কয়েকের ছুটি কাটানোর  গন্তব্য হোক ‘এলাচের গ্রাম’ চিসাং। উত্তরবঙ্গের এক অনন্য জায়গা হল ছবির মতো সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম চিসাং।

ঝালং-বিন্দু-পারেন’ এর মতো বহুল পরিমাণে পরিচিত নয় ডুয়ার্সের অল্প চেনা এই গন্তব্য চিসাং। কালিম্পং জেলায় ৫০০০ ফুট উচ্চতায় অবস্থিত ভুটান সীমান্ত লাগোয়া নিরিবিলি এই পাহাড়ি গ্রাম। পাহাড়,সবুজ গাছগাছালি আর হরেক রকমনাম না জানা পাখিরডাক, চিসাং-এ আপনাকে স্বাগত জানাবে। আর আছে আপন ছন্দে চলা এক পাহাড়ি ঝরনা, নাম তার চিসাংখোলা। এরথেকেই গ্রামের নাম চিসাং।চিসাং থেকে  ভারত-ভুটান সীমান্ত মাত্র ৪ কিলোমিটার দূরে। তাই বলা যায় চিসাং থেকে  হাত বাড়ালেই ভুটানের পাহাড়, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বরফে মোড়া থাকে পর্বত শিখর। চিসাং থেকে দেখা যায় ভুটানের টেন্ডু উপত্যকা  আর নাথুলা পর্বতশ্রেণি। সেই পাহাড়ের কোলে অসাধারণ সূর্যোদয়ের সাক্ষী থাকুন।

এলাচের জঙ্গলে হাঁটাহাঁটি করুন, হাত বাড়িয়ে স্কোয়াশ তুলে নিন আর নানা ওষধি গাছের সঙ্গে পরিচিত হন। এখান থেকে ঘুরে আসতে পারেন দ্রুক থেক সামচোলিং মনাস্ট্রি। এছাড়া ঘুরে দেখুন পাহাড়ি নদী দাবাই খোলা নদীর পাড়। নদীর ওপারেই ভুটান।বরফ ঠান্ডা জলে অল্প স্রোত ঠেলে পায়ের পাতা ডুবিয়ে চলে যান ওপারে, ভুটানের মাটি ছুঁয়ে আসুন। স্থানীয় বাসিন্দারা মনে করেন,  দাবাইখোলার জলে ওষধি গুণ আছে, তাই তো নাম দাবাই খোলা বা দাওয়াই খোলা। নদীর পাড়ে হয় পিকনিক।   যাঁরা ফোন থেকে দূরে থাকতে চান, তড়িঘড়ি ট্যুর যাঁরা পছন্দ করেন না, শান্ত নিরিবিলি পরিবেশে তাঁদের ছুটি কাটানোর আদর্শ জায়গা চিসাং।

কী ভাবে যাবেন?

চিসাং-এর কাছের রেলস্টেশন নিউ মাল।নিউ মাল থেকে চিসাং ৫৪ কিমি, গাড়ি ভাড়া করে চলে আসুন। তাছাড়া নিউ জলপাইগুড়ি স্টেশন দেশের সব বড়ো জায়গার সঙ্গেই ট্রেন পথে যুক্ত। কলকাতা থেকেও নিউ জলপাইগুড়ি যাওয়ার প্রচুর ট্রেন আছে। নিউ জলপাইগুড়ি থেকে চিসাং ১১১ কিমি, গাড়ি ভাড়া করে চলে আসুন। লং ড্রাইভে যাওয়ার নেশা থাকলে গাড়িতেই কলকাতা থেকে চলুন চিসাং, দূরত্ব ৬৬১ কিমি।

Related Articles