বর্ষায় নদী ভাঙ্গনের আতঙ্ক কাটতে আলিপুরদুয়ারে বাঁধ নির্মাণের উদ্যোগ
Initiative to build dam in Alipurduar to reduce fear of river erosion during monsoon

Truth Of Bengal: আলিপুরদুয়ার, অমল মুণ্ডা – আলিপুরদুয়ার জেলার জয়গাঁ শহরের গোবরজ্যোদি ও যোগিখোলা নদী সংলগ্ন এলাকাগুলিতে প্রতি বর্ষায় নদীভাঙনের কারণে আতঙ্কে দিন কাটাতেন এলাকার বাসিন্দারা। ভুটান পাহাড় থেকে নেমে আসা জলের প্রবল স্রোতে এই নদী দুটি বর্ষার সময়ে ভয়ানক রূপ ধারণ করে। এর ফলে ভিটেমাটি, চাষের জমি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হওয়ার ঘটনা নতুন কিছু নয়। বিশেষ করে জয়গাঁ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আপার খোকলাবস্তি, লিম্বুলাইন ও রাইগাঁও এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো।
এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে এবার এগিয়ে এল জয়গাঁ উন্নয়ন পর্ষদ। সেচ দফতরের সহায়তায় দুই নদীর দু’ধারে প্রায় ৫০০ মিটার করে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা। ইতিমধ্যেই সেচ দফতরের আধিকারিক ও জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা এলাকা পরিদর্শন করেছেন।
এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। তাঁদের মতে, এতদিন ধরে তারা বর্ষার আগে থেকেই উদ্বেগে থাকতেন। এখন বাঁধ তৈরি হলে বহু পরিবারের ভিটেমাটি রক্ষা পাবে এবং জীবনযাত্রা স্বাভাবিক হবে বলে আশা করছেন তাঁরা। স্থানীয় প্রশাসনের এই পদক্ষেপ সত্যিই স্বস্তির বাতাবরণ তৈরি করেছে গোটা এলাকায়।