রাজ্যের খবর

সুপ্রিম নির্দেশে চাকরি বাতিল, বন্ধের মুখে ঝাড়গ্রামের বিদ্যালয়

Jhargram schools face closure as Supreme Court orders jobs cancelled

Truth Of Bengal: সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে। এই বড়সড় সিদ্ধান্তের প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষত প্রত্যন্ত এলাকার স্কুলগুলিতে। তারই একটি জ্বলন্ত উদাহরণ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বহড়াদাড়ি প্রাথমিক বিদ্যালয়।

স্কুলটিতে শুরু থেকেই শিক্ষক সংকট ছিল। মাত্র একজন শিক্ষকই ছিলেন দীর্ঘদিন ধরে শিক্ষার আলো জ্বেলে রাখার নিরন্তর প্রচেষ্টায়। দুর্ভাগ্যবশত, তিনিও চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে। ফলে কার্যত শিক্ষকহীন অবস্থায় পড়েছে স্কুলটি। এই পরিস্থিতিতে স্কুলের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ছোট ছোট পড়ুয়াদের পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন অভিভাবক থেকে শুরু করে গোটা গ্রাম।

তবে আশার আলো দেখা দিয়েছে গ্রামে। মানবিক দায়িত্ববোধ থেকে এক অবসরপ্রাপ্ত শিক্ষক এগিয়ে এসেছেন বিদ্যালয়ের পাশে দাঁড়াতে। প্রতিদিন নিয়মিত স্কুল খুলছেন তিনি, যতটুকু সম্ভব শিক্ষার্থীদের পড়ানোরও চেষ্টা করছেন। তাঁর এই উদ্যোগে আপ্লুত গ্রামবাসীরা। বিদ্যালয় বন্ধ হয়ে গেলে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে — এই ভয় গ্রাস করেছে সকলকে।

গ্রামবাসীদের দাবি, সরকার দ্রুত হস্তক্ষেপ করুক। ছোট ছোট পড়ুয়ারা যাতে স্কুলের আঙিনা থেকে দূরে না সরে যায়, শিক্ষার আলো নিভে না যায়, সেই দাবি তুলেছেন তাঁরা। বিদ্যালয়টি আবার কোলাহলে ভরে উঠুক, পঠন-পাঠন স্বাভাবিক হোক—এটাই এখন সকলের একমাত্র কামনা।

Related Articles