২০৩২-র অলিম্পক গেমসের পরই ভেঙে ফেলা হবে গাব্বার স্টেডিয়াম
Gabbar Stadium to be demolished after 2032 Olympics

Truth Of Bengal: ২০৩২ সালের অলিম্পিক গেমসের পরই ভেঙে ফেলা হবে গাব্বার ঐতিহাসিক স্টেডিয়ামটি। মঙ্গলবার এই ঘোষণা করেছেন ডেভিডস ক্রিসাফুলি। তার বদলে নতুন স্টেডিয়াম তৈরি করা হবে ভিক্টোরিয়া পার্কে। এর বদলে নতুন যে স্টেডিয়ামটি তৈরি হবে সেখানে ৬০, ০০০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন বলে জানা গিয়েছে। গাব্বার মাঠে প্রথম টেস্ট খেলা হয়েছিল ১৯৩১ সালে। ইতিমধ্যে এই মাঠে পুরুষদের মোট ৬৭টি ম্যাচ এবং মহিলাদের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এমনকি সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফির একটি ম্যাচের জন্য নির্দিষ্ট ছিল গাব্বার স্টেডিয়াম। কিন্তু বৃষ্টির কারণে সেটি বাতিল করে দেওয়া হয়।
এই প্রসঙ্গে কুইসল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি মঙ্গলবার জানান, ‘অলিম্পিকের খেলা পরিচালনার জন্য যে ধরনের স্টেডিয়াম দরকার, নতুন স্টেডিয়ামটি সেইভাবেই তৈরি হচ্ছে। বর্তমানে যেখানে গাব্বা স্টেডিয়ামটি অবস্থিত সেটা ভেঙে ফেলার পর তার জায়গায় নতুন করে আবাসন তৈরি করা হবে।’
উল্লেখ্য, আগামী ২০২৮ লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। এবং সেই গেমেসই মাধ্যমেই ক্রিকেট আবার অলিম্পিকের আসরে ফিরে আসছে। এর আগে ১৯০০ সালে শেষবারের মত ক্রিকেট অলিম্পিকের আসরে অনুষ্ঠিত হয়েছিল।