কলকাতা

প্রাথমিক নিয়োগ-দুর্নীতিতে শর্তসাপেক্ষে জামিন অয়ন শীলের

Ayan Seal granted conditional bail in primary recruitment corruption case

Truth Of Bengal: প্রাথমিক নিয়োগ-দুর্নীতি মামলায় অবশেষে শর্তসাপেক্ষে জামিন অয়ন শীলের। তাঁর জামিন মঞ্জুর করল সিবিআই-এর বিশেষ আদালত। পূর্বে ইডির কাছে জামিন পেলেও জেলমুক্তি হয়নি অয়ন শীলের। তবে, এবারও জেল থেকে ছাড়া পাবেন না তিনি। পুর নিযোগ-দুর্নীতি মামলায় জেলেই থাকতে হবে তাঁকে।  হুগলি, কলকাতা ও উত্তর ২৪ পরগণার বাইরে যেতে পারবেন না তিনি। একইসাথে, ১ লক্ষ টাকার দুটি সিকিউরিটি বন্ড জমা দেওয়ার নির্দেশ আদালতের।

প্রসঙ্গত, শিক্ষা দুর্নীতি মামলায় ইডি ও সিবিআই তদন্তে নেমেই ২০২৩ সালে হুগলির অয়ন শীলকে গ্রেফতার করে তদন্তকারী আধিকারিকেরা। অভিযোগ, প্রাথমিক নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় উত্তরপত্র কারচুপি করেছিলেন তিনি। এ কাজ তিনি করেছিলেন হুগলিতে বসেই। তাঁকে গ্রেফতারের পরেই জেরায় নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। অপরদিকে তাঁকে জেরা করে আরও বেশকিছুজনের নাম জানতে পারে তদন্তকারী আধিকারিকেরা।

উল্লেখ্য, গতবছর ডিসেম্বরে প্রাথমিক নিয়োগ-দুর্নীতি মামলায় অয়ন শীলকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। সেইসময়েও, শর্তসাপেক্ষেই তাঁর জামিন মঞ্জুর করেছিল কোর্ট। কিন্তু, পাশাপাশি সিবিআইয়ের মামলা জুড়ে থাকায় জেলবন্দিই ছিলেন তিনি। আজ সেই মামলাতেই জামিন দিল বিশেষ সিবিআই আদালত। এবারও নানা শর্ত রয়েছে। যেমন, ১ লক্ষ টাকার দুটি সিকিউরিটি বন্ড (৫০ হাজার করে প্রতিটি) দিতে হবে অয়ন শীলকে। পাশাপাশি, হুগলি, কলকাতা এবং উত্তর ২৪ পরগণার বাইরে যেতে পারবেন না অয়ন।

Related Articles