২৬/১১র মূলচক্রীর আশ্রয়ের আর্জি খারিজ, ‘ভারতে’ ফেরা এখন সময়ের অপেক্ষা
26/11 mastermind's asylum application rejected, now waiting for time to return to 'India'

Truth Of Bengal: সম্প্রতি, ভারতে ফেরার নির্দেশ পুনর্বিবেচনার জন্য আমেরিকান হাইকোর্টে যান ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানা। তবে, শেষরক্ষা হয়নি। শুক্রবার আমেরিকার সুপ্রিম কোর্টের নবম সার্কিটের বিচারপতি রানার এই আবেদন স্রেফ খারিজ করে দিয়েছেন। ফলত, রানার ভারতে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে মুম্বই হামলার মূল চক্রী রানাকে ভারতে ফেরার নির্দেশ দেয় আমেরিকার সুপ্রিম কোর্ট। বর্তমানে আমেরিকার জেলেই রয়েছেন রানা। পাকিস্তানী বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানার ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলায় যোগসূত্র রয়েছে বলে জানান ভারতীয় গোয়েন্দারা। পরবর্তীকালে, তাঁকে ভারতে ফিরিয়ে আনার তোড়জোড় করা হয়। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তাঁকে ভারতে ফেরানোর চেষ্টা করা হলেও নানা আইনি জটে তা আটকেছিল।
সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক রানাকে দ্রুত ভারতে এনে বিচারের আওতায় আনা যাবে মনে করা হচ্ছিল। তবে, রানার তরফে পুনর্বিবেচনার আবেদন জানানোর ফলে গোটা প্রক্রিয়া বিলম্বিত হতে পারে বলে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়। এবার দেখার, রানাকে ভারতে এনে কোনও বিশেষ সূত্র বার করতে পারেন কিনা তদন্তকারীরা।