রাজ্যের খবর
আলিপুরদুয়ারে গরু চুরি, চিন্তার ছাপ দুই পরিবারের
Cow theft in Alipurduar leaves two families worried

Truth Of Bengal: আলিপুরদুয়ার জেলায় ফের গরু চুরির ঘটনা সামনে প্রকাশে আসল। কিছুদিন আগে আলিপুরদুয়ার জেলার নিমতি ঝড়া চা বাগান এবং পটকাপাড়া সীমান্ত অঞ্চল থেকে এক মহিলাকে গরু চুরির অভিযোগে পাকড়াও করা হয়। সাথে তাকে ধরে গণপিটুনিও দেওয়া হয়েছিল।
মঙ্গলবার আবারও গরু চুরির ঘটনা ঘটে, আলিপুরদুয়ার জেলার পূর্ব সাতালি এলাকায়। মঙ্গলবার সকালে পূর্ব সাতালি এলাকার সরিতা উড়াও এবং তার প্রতিবেশী বসন্ত বাগের মোট সাতটি গরু চুরি হয়েছে।
এই বিষয়ে বসন্ত বাগ বলেন, রাত বারোটা অব্দি গুরু গোয়ালেই ছিল। সকালে উঠে দেখি, গরু গোয়াল ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পর পাশের মাঠে গাড়ির টায়ারের ছাপ দেখতে পাই। এরপরে জানতে পারি গরু চুরি হয়ে গিয়েছে। আমাদের একমাত্র জীবিকা হচ্ছে পশু পালন। গরু দুধ বিক্রি করে সংসার চলে। এই গরু চুরিতে কি করবো কিছুই বুঝতে পারছি না।