রাজ্যের খবর

দুর্ঘটনার এক ভয়াবহতার ছবি, চালকের সামনে দিয়ে লরি ফুঁড়ে রড বাইরে

Horrific picture of an accident, lorry blows out in front of driver, rod sticking out

Truth Of Bengal: শীতের সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। গুরুতর আহত গাড়ির চালক। জানা যায়, সোমবার ভোরে ময়নাগুড়ির দিক থেকে লোহার রড বোঝাই করে চালসার দিকে আসছিল মালবাহী একটি লরি। মঙ্গলবাড়ি বাজারে রাস্তার ওপর বৈদ্যুতিক তার ঝুলে থাকতে দেখে লরি চালক হঠাৎই ব্রেক কষে। ঘটনাস্থলেই লরির বোঝাই কড়া রড দিয়ে চাপা পরে যায় লরি চালক। দুর্ঘটনার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর দেওয়া হয় মেটেলি থানার পুলিশ ও মালবাজার দমকল বিভাগকে। মঙ্গলবাড়ির বাসিন্দা মহেশ দাস বলেন আনুমানিক ভোর পাঁচটা নাগাত জোরে আওয়াজ হয়, দেখা যায় মাল বোঝাই লরি জোরে ব্রেক কষায় লরিতে থাকা রডে চাপা পরে যায় লরি চালক। তড়িঘড়ি ফোন করা হয় মেটেলি থানার পুলিশ ও মালবাজার দমকল বিভাগে। ঘটনা ঘটার ১ ঘন্টা পর স্থানীয় বাসিন্দা মেটেলি থানার পুলিশ ও মালবাজার দমকল বিভাগে সহযোগিতায় লরি চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানান তিনি।

Related Articles