তৃণমূল শিক্ষা সেলের নতুন কমিটির ঘোষণা করলেন ব্রাত্য বসু
Bratya Basu announces new committee of Trinamool Education Cell

Truth Of Bengal: পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ও নির্দেশ অনুসারে, তৃণমূল কংগ্রেসের ৩৫টি সাংগঠনিক জেলা সভাপতিদের সুপারিশক্রমে এবং সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির Ad hoc core কমিটির অনুমোদনক্রমে নতুন কমিটির ঘোষণার মাধ্যমে সংগঠনের কাঠামো আরও দৃঢ় করা হলো।
ব্রাত্য বসু, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শিক্ষাসেলের চেয়ারম্যান, এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রাজ্য সভাপতি হিসেবে শ্রী দেবব্রত সরকার (গগন), সহ-সভাপতি শ্রী সুশান্ত চক্রবর্তী (বাপী), এবং কোষাধ্যক্ষ শ্রী সৌমেন চক্রবর্তী মনোনীত হয়েছেন। এছাড়া ২৩টি বিশ্ববিদ্যালয়ের সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে।
পূর্ণাঙ্গ রাজ্য কমিটি (পদাধিকারীসহ) শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। নবনিযুক্ত পদাধিকারীদের অভিনন্দন জানিয়ে ব্রাত্য বসু বলেন, “নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
নবনিযুক্ত প্রধানরা:
১. সভাপতি: শ্রী দেবব্রত সরকার
২. সহ-সভাপতি: শ্রী সুশান্ত চক্রবর্তী
৩. কোষাধ্যক্ষ: শ্রী সৌমেন চক্রবর্তী