ডিসেম্বরে শীতের আগমন, সপ্তাহান্তে তাপমাত্রা কমার পূর্বাভাস
Winter arrives in December, with temperatures forecast to drop over the weekend

Truth Of Bengal : ডিসেম্বরের শুরুতেই শীতের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের কারণে শীতের পথে কিছুটা বাধা দেখা গেলেও, সপ্তাহান্তে শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানানো হয়েছে।
কলকাতায় শীতের অপেক্ষা
শুক্রবার ও শনিবার কলকাতায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় বেশি। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি বেশি। সেই সঙ্গে দিনভর বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের কারণে শীতের অনুভূতি তেমন ছিল না। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ১৯.১ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ালেও, তা এখনও স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি।
উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনো থাকবে।
কুয়াশার দাপট বাড়ছে পশ্চিমবঙ্গে
পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জেলাগুলিতে ঘন কুয়াশার কারণে সমস্যা হতে পারে। একইভাবে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে।
তাপমাত্রার পরিস্থিতি বিভিন্ন জেলায়
রবিবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১২ ডিগ্রি সেলসিয়াসে, যা দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম। ঝাড়গ্রামে ১৫ ডিগ্রি, মগড়ায় ১৫.২ ডিগ্রি এবং কৃষ্ণনগরে ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
সপ্তাহান্তে শীতের জাঁকজমক শুরু?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দুই বঙ্গেই তাপমাত্রার বড়সড় পরিবর্তন না হলেও, সপ্তাহান্তে উত্তুরে হাওয়ার প্রভাব বাড়তে পারে। এর ফলে ধীরে ধীরে শীতের আসল অনুভূতি ফিরে আসবে। শীতপ্রেমীরা তাই আরও কয়েকদিন অপেক্ষার পর হয়তো প্রিয় ঠান্ডার মরসুমের পূর্ণ উপভোগ করতে পারবেন।