রাজ্যের খবর

আবাসের অনুদান প্রদানে সুপার চেকিং বাংলার সরকারের

Bengal government's super-checking in housing grants

Truth Of Bengal: আবাসের অনুদান প্রদানের ক্ষেত্রে সুপার চেকিং করা হচ্ছে। আবাসের বিষয়ে কোনও সন্দেহ থাকলে হোল্ড অন করা হচ্ছে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক পর্যায়ের আধিকারিকরা এই নিরীক্ষা করছেন।তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।রাজ্যের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এর মাঝে স্বচ্ছতা বজায় রাখতে যোগ্য প্রাপক হওয়া সত্ত্বেও অনেক তৃণমূলের নেতা-কর্মী আবাসের টাকা ফিরিয়ে দিচ্ছেন।

আবাসের মতো যৌথ প্রকল্পেও কেন্দ্র টাকা দিতে নারাজ।বকেয়া না মিললেও ১২লক্ষ বাড়ি তৈরির সমীক্ষা শুরু করেছে প্রশাসন।নিঁখুত পর্যবেক্ষণ, বারবার পরীক্ষার  মাধ্যমে চলছে ঝাড়াই-বাছাই। দেখা হচ্ছে কারা আবাসের প্রকৃত প্রাপক? কেন তাঁদের বাড়ি প্রয়োজন? সবটাই আতসকাঁচের মাধ্যমে যেন স্বচ্ছতা যাচাই করা হচ্ছে। এই বাংলার বাড়ি প্রকল্পের এই বহুস্তরীয় কার্য্যক্রমকে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সুপার চেকিং বলে উল্লেখ করেছেন। তাঁর স্পষ্ট কথা, এরপরেও কারও কিছু অভিযোগ থাকলে জানানো যাবে।

সুপার চেকিং কি? রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। ব্লক স্তরে চেকিং করা হচ্ছে। সেখানে কোনও সন্দেহ থাকলে, তখন সেই আবাসের বিষয়  Hold on করা হয়। তখন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক পর্যায়ের আধিকারিকরা পুনরায় এটাকে নিরীক্ষা করবেন। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর পরেই হবে সুপার চেকিং মোতাবেক তালিকা। সেই তালিকা টাঙানো হবে ব্লক অফিসে। সেই তালিকা দেখেও যদি কারও সন্দেহ থাকে, তাহলে ফের পরীক্ষা করা হবে সিনিয়র আধিকারিকদের দিয়ে। প্রয়োজনে রাজ্যের থেকে যাওয়া আধিকারিকরা সেটা দেখবেন। রাজ্য সরকার   পরিষ্কার করে দিয়েছে, সমীক্ষকদলের সদস্যরা নতুন নাম তুলতে পারেন না। এছাড়া সরাসরি মুখ্যমন্ত্রী মারফত যারা জানিয়েছেন, তাদেরও তালিকার বিষয়ে দেখা হচ্ছে। এছাড়া প্রাকৃতিক দূর্যোগে যাদের বাড়ি ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও পর্যবেক্ষণ করা হবে।

আবাস যোজনার বাড়ি ফেরানোর হিড়িক তৃণমূল নেতাদের।তাঁদের কারও ভগ্নপ্রায় অবস্থা, বসবাসের অযোগ্য। কেউ কোনওরকমে বাস করছেন।  যোগ্য হিসেবেই আবাসের তালিকায় নাম এসেছে। কিন্তু বিতর্ক এড়াতে তৃণমূল নেতৃত্ব,একের পর এক বাড়ি ফিরিয়ে দিচ্ছেন। গোঘাটের তৃণমূল নেতাদের তরফে এই গণ-প্র্ত্যাখান সততার নজির গড়ছে।

Related Articles