খেলা
শুরু হল আইপিএল-র নিলাম, পাঞ্জাবেই থেকে গেলেন অর্শদীপ
IPL auction begins, Arshdeep stays in Punjab

Truth Of Bengal: জেড্ডায় শুরু হয়েছে আইপিএল-র নিলাম। প্রথমেই পাঞ্জাব কিংস থেকে গত বছরের তাঁদের বোলার অর্শদীপ সিংকে ১৮ কোটি টাকায় রাইট টু ম্যাচ দিয়ে কিনে দলে রেখে দিল পঞ্চ নদের দলটি।