কলকাতা

আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ নবান্নর, দেখুন তালিকা

Nabanna releases list of holidays for next year, see list

Truth of Bengal, জয় চক্রবর্তী: রাজ্য সরকারি কর্মচারীদের দুর্গাপূজা শুরুর ২৬ শে সেপ্টেম্বর থেকে। দুর্গাপুজো এবং লক্ষীপূজো মিলিয়ে টানা ১২ দিনের ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের। আগামী বছর তথা ২০২৫ সালের রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। অর্থ দপ্তর থেকে প্রকাশিত ছুটির তালিকায় দুর্গা পুজোর ছুটি শুরু ২৬ শে সেপ্টেম্বর চতুর্থী থেকে। সেপ্টেম্বর মাসের ২৭, ২৮, ২৯,৩০ এবং অক্টোবর মাসের এক তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত টানা ছুটি। ‌ ৫ তারিখ রবিবার। ‌৬ তারিখ লক্ষ্মীপূজো। ৭ তারিখ লক্ষ্মী পূজার অতিরিক্ত ছুটি। ফলে টানা ১২ দিনের ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের বিজয় খুশি করেছে।

অক্টোবর মাসের ২০ তারিখ কালীপুজো। একুশ এবং ২২ তারিখ কালীপুজোর অতিরিক্ত ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এছাড়া রয়েছে ছট পুজোর ছুটি। শনি এবং রবিবার বাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন এবং উৎসবের কারণে ২১ দিনের ছুটি নির্ধারিত হয়েছে। নবান্নর জারি করা বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণার পরবর্তীকালে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ছুটিও নির্ধারিত করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে গুরু গোবিন্দ সিং এর প্রকাশের ছয় জানুয়ারি, গুরু রবিদাসের জন্মদিন ১২ ই ফেব্রুয়ারি, খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার স্যাটারডে ১৯শে এপ্রিল এবং হুল দিবস ৩০ শে জুন। পাশাপাশি স্বামী বিবেকানন্দের জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো, রামনবমী, মহরম, দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য কবি ভানু ভক্তের জন্মদিন, মহালয়ার ছুটিও নির্ধারিত রয়েছে নবান্নর বিজ্ঞপ্তিতে।

Related Articles