খেলা

মেয়েদের হকিতে এশিয়া সেরা ভারত

India is the Asian best in women's hockey

Truth Of Bengal: নয়াদিল্লি : এশিয়ান চ্যাম্পিয়নশিপে সেরা ভারত। দীপিকার করা একমাত্র গোলে এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিনকে হারাল ভারতের মহিলা হকি দল। এই নিয়ে তৃতীয়বার এই টুর্নামেন্টের সেরা হল ভারত। এর আগে ২০১৬ ও ২০২৩ সালে খেতাব জিতেছিল ভারত। ওমেন ইন ব্লুজ ছাড়া তিনবার খেতাব জিতেছে একমাত্র দক্ষিণ কোরিয়া। ভারতের একমাত্র গোলটি এসেছে তৃতীয় কোয়ার্টারে (৩১ মিনিট) পেনাল্টি কর্নার থেকে। যদিও ম্যাচে পেনাল্টি স্ট্রোক মিস করেছেন ম্যাচের একমাত্র গোলদাতা দীপিকা।

মালয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে জাপান। ভারত ও চিনের ফাইনাল ম্যাচটিতে এদিন তুল্যমূল্য লড়াই হয়েছে। ধারে ও ভারে যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ চিন। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে তারা নেদারল্যান্ডসের কাছে ফাইনালে হেরে রানার্স হয়েছিল। সেই দলের বিপক্ষে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ভাবে শুরু করে ভারত। চিনকে শুরু থেকেই ব্যতিব্যস্ত করে তোলে ১৭ বছরেরে সুনেলিতা টোপ্পো। তাঁর ড্রিবলিংয়ে কাঁপুনি ধরে যায় চিনের রক্ষণে।

সুনেলিতার প্রচেষ্টায় বেশ কিছু গোলের সুযোগ এলেও কাজের কাজ হয়নি। ৩১ মিনিটে ভারত এগিয়ে যাওয়ার পর ৪২ মিনিটে ফের সুযোগ এসেছিল। কিন্তু পেনাল্টি স্ট্রোক কাজে লাগাতে পারেননি দীপিকা। তাঁকে অসাধারণ তৎপরতায় আটকে দেন চিনের গোলরক্ষক লি তিং।

Related Articles