পাক খেলোয়াড়দের ভিসা বাতিল, সিদ্ধান্ত ভারত সরকারের
Indian government decides to cancel visas of Pakistani players

Truth Of Bengal: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারত। তাদের এই সিদ্ধান্ত মন থেকে একেবারেই মেনে নিতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ড। যা নিয়েই এখন চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে জোড় তরজা। মাঠের লড়াই ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। এবার সেই পাকিস্তানের খেলোয়াড়দের প্রতিই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করল ভারতীয় দূতাবাস।
সূত্রের খবর, আসন্ন এশিয়া কাপ ইয়ুথ স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে দিল্লিতে। সেই আসরে পাকিস্তানের কোনও খেলোয়াড়ের ভিসার অনুমতি দেবে না বলেই নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে।
এরপরই ভারতের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পাকিস্তান স্ক্র্যাবল ইউথ অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর তারিখ পারভেজ। তিনি জানান, ভারতের এই সিদ্ধান্তে আমরা যথেষ্ট হতাশ হয়ে পড়েছি। কেননা ২০২২ সালে আমরা এই টুর্নামেন্টে বিজয়ী হয়েছিলাম। তাই এবারও আমরা আশা করেছিলাম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করব। কিন্তু আমাদের সেই আশা আর পূরণ হল না।
প্রসঙ্গত, কূটনৈতিক মহলের ধারণা, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে দুই প্রতিবেশীদের মধ্যে যে তরজা শুরু হয়েছে, এই ঘটনা তারই বহিঃপ্রকাশ।