ভ্রমণ

সোনার তৈরি সুতো দিয়ে বুনন কুথামপুলির তাঁতশিল্পের ঐতিহ্য

Another place that is quite popular for weaving like Bengal is Kuthampuli

Truth of Bengal: বাংলার তাঁত শিল্পের সুনাম রয়েছে সর্বত্র। তাঁত শিল্পীরা তাঁতের কাপড় বুনে যুগের পর যুগ ধরে ঐতিহ্য বহন করে চলেছে। এই একই ভাবে বাংলার মতো তাঁত শিল্পে বেশ জনপ্রিয় আরও একটি জায়গা হল কুথামপুলি। এই ছোট্ট গ্রাম অবস্থিত কেরালার দক্ষিণ পশ্চিম দিকে। সবুজসুন্দরী কেরালা আজও পর্যটকদের মনে অনেকখানি জায়গা দখল করে আছে। কেরালার মধ্যে অবস্থিত ত্রিশুর জায়গার জনপ্রিয়তা কম কিছু নেই।

কেরালার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত শান্ত ও ছোট্ট শহর হল এই ত্রিশুর। ত্রিশুরে দেখার জন্য রয়েছে নানা স্টুরিস্ট স্পট। এখানে রয়েছে চোখ ধাঁধানো নানা জলপ্রপাত, পাশাপাশি রয়েছে নানা ধরনের প্রাসাদ, রয়েছে চিড়িয়াখানা, মন্দির সহ আরও অনেক কিছু। আর এই শহরের মধ্যে অবস্থিত একটি ছোট্ট গ্রাম হল কুথামপুলি। নাম টা আগে কোন দিন শোনেননি তো।

ভারতের কেরালার ত্রিশুর জেলায় অবস্থিত একটি ছোট গ্রাম হল কুথামপুলি। এই গ্রাম মূলত তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এখানে ৫০০ বছর ধরে জনপ্রিয় হয়ে চলে আসছে তাঁতশিল্প। কথিত আছে ৫০০ বছর আগে কোচির রাজপরিবার দ্বারা বাণিজ্যের জন্য এখানে আনা হয়েছিল তাঁতশিল্পের। এখানে প্রায় ৬০০ টির মতো ব্রাহ্মণ পরিবারের বসবাস।

এই গ্রামের তাঁতিদের সুতি ও সিল্কের কাপড়ের উপর যে ডিজাইন তা আর সারা দেশে কোথাও খুঁজলে পাওয়া যায়না। ইতিহাস ঘাঁটলে জানা যায় এই গ্রামটি ১৮ শতকে প্রথমে ছিল কোচিন এর অধীনে। তামিলনাড়ু থেকে কেরালায় চলে আসা তাঁতিরা এখানে প্রথম বোনা শুরু করে। পরবর্তী ক্ষেত্রে তারা নিজেদের স্থায়ী বাসস্থান হিসাবে বেছে নেয় কুথামপুলিকে। ধীরে ধীরে এইভাবেই এই ছোট্ট গ্রামে শুরু হয় তাঁত শিল্পের বিকাশ।

এখানকার তৈরি শাড়ির বিশেষত্ব হল এই শাড়িতে সোনার তৈরি সুতো ব্যবহার করে নানা ধরনের নিখুঁত কারুকার্য করে থাকেন তাঁতিরা। কেবল দেশ নয়, বিদেশের মাটিতেও এই গ্রাম থেকে শাড়ি পৌঁছে যায়। এই শাড়িতে ব্যবহার করা হয় উচ্চ মানের সিল্ক ও সুতো। শুধু যে কেবল কুথামপুলি শাড়ি আছে এখানে এমনটা নয়, আছে কুথামপুলি ধুতি, সেট মুন্ডু ও তাঁত দিয়ে তৈরি আরও নানা সামগ্রী। কিভাবে যাবেন? আপনি চাইলে বিমানেও যেতে পারেন, আ বার ট্রেনে করেও পৌঁছে যেতে পারেন ত্রিশুরে।

Related Articles