ঈদের দিনবাইক নিয়ে ঘুরতে বেরিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হলো তরুণের
Young man dies after being hit by bus while out for a bike ride on Eid

Truth Of Bengal: হুগলির পান্ডুয়ার সিমলাগড় জি টি রোড বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনায় মৃত আরো একজন। বৈঁচির দিক থেকে পান্ডুয়ার দিকে যাওয়ার পথে দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ঈদের নামাজ শেষ করে পান্ডুয়া সিমলাগড় মাঠপাড়ার এলাকার বাসিন্দা শেখ আরিফ ও সেখ সাইদ নামে দুই তরুন মোটরবাইক নিয়ে ঘুরতে বের হয়। বৈঁচির দিক থেকে পান্ডুয়ার দিকে যাচ্ছিলেন তারা। বাইকটি চালাচ্ছিলেন শেখ আরিফ। সিমলাগড় ১৯ নম্বর রেলগেট পার হওয়ার পর বাইকটি বাস স্ট্যান্ডের কাছে যেতেই পিছন দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি বেপরোয়া বাস তাদের বাইকে ধাক্কা মারে।
হৃদয়বিদারক এই ঘটনায় দুই মোটর বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। ঘটনার পরই স্থানীয় মানুষজন ছুটে আসেন দুর্ঘটনাস্থলে, তারাই গুরুতর আহত দুজনকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা শেখ আরিফ কে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত শেখ সাইদ কে সংকটজনক অবস্থায় চুঁচুড়া ইমামাবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘাতক বাস ও তার চালককে আটক করেছে পুলিশ। মৃত আরিফের দেহটি ময়না তদন্তের জন্য পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর মৃত আরিফের কাকা শেখ হামিদ জানান, নামাজ শেষে দুই বন্ধু বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল, যখন তারা পান্ডুয়ার কাছে আসে সেই সময় পিছন থেকে একটি লাক্সারি বাস তাদের ধাক্কা মারে। এই ঘটনায় একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় ।ঈদের দিন এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় সিমলাগড় মাঠ পাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।