লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতায় খুশি আরামবাগের মহিলারা, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে বিশেষ ভাবনা
Women of Arambagh happy with increased allowance of Lakshmi Bhandar, special thought to thank Chief Minister

The Truth Of Bengal : লোকসভা নির্বাচনের আগে লক্ষীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করায় আরামবাগে মহিলারা একজোট হয়ে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন।
লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পে ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করেছেন, শুধু তাই নয় সাথে সংখ্যালঘুদের জন্য ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করেছেন।
যা এপ্রিল মাস থেকে পাবেন মহিলারা। সেই খুশিতে সোমবার পয়লা এপ্রিল উচ্ছাসে মাতলেন আরামবাগ পৌরসভার ৬ নং ওয়ার্ডের মহিলারা একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন।
মহিলারা জানান, “মুখ্যমন্ত্রীর এই ভাতা বৃদ্ধিতে তারা ব্যাপক খুশি হয়েছেন। তাদের এই লক্ষীর ভান্ডারের টাকা সংসারের অভাব মেটানোর পাশাপাশি তাদের ওষুধ কিনতেও সাহায্য করবে।” আর সেই কারণে এবারে তারা তৃণমূলকেই ভোট দেবেন বলে তাদের দাবি। সাথে ভাতা বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান তারা।