রাজ্যের খবর

দুয়ারে শীত? পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একধাক্কায় নামল তাপমাত্রা

Winter at the door? Temperatures drop sharply in western districts

Truth Of Bengal: বঙ্গে উত্তুরে হাওয়ার আগমণ ঘটেছে। এক ধাক্কায় রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে  তাপমাত্রা হু হু করে নামল। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে, পুরুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে ১৩ ডিগ্রি পারদ নেমেছে। মঙ্গলে কলকাতাতে  তাপমাত্রা পারদ ১৮ ছুঁয়েছে। সোমবারের তুলনায় সামান্য কমেছে তাপমাত্রার পারদ।

আবহাওয়াবিদরা জানিয়েছে, শীত আগমনের প্রাক্কালে সপ্তাহভর বঙ্গে এমনই মনোরম পরিবেশ বজায় থাকবে। তবে শীতপ্রেমীরা অপেক্ষায় রয়েছে, বঙ্গে শীতকাল কবে আসবে? হাওয়া অফিস জানিয়েছে, পুরুলিয়া, কলকাতাতে শীতের আমেজ অনেকটাই পড়ে গিয়েছে। রাজ্যজুড়ে বইছে উত্তুরে হাওয়া। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশ ভালোভাবেই অনুভব করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ। আগামী পাঁচ দিন এমনই তাপমাত্রা থাকবে বলেই হাওয়া অফিস জানিয়েছে।

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলির ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, এখনই কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকলেও আপাতত ঘন কুয়াশার দেখা মিলছে না। সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles