স্বামীর হাতে খুন স্ত্রী, পারিবারিক বিবাদ নাকি অন্যকিছু? ঘনাচ্ছে রহস্য
Wife killed by husband, family dispute or something else? The mystery is approaching

The Truth Of Bengal : স্বামীর হাতে খুন হল স্ত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে নওদা থানার শিবনগর উত্তরপাড়া এলাকায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, মৃতের নাম রেনুবা বিবি বয়স ২৮ বছর, স্বামী আবুল বাশার শেখ। বয়স ৩৫ বছর। মৃতের বাবার বাড়ি নদিয়া জেলার, তেহট্ট থানার, ফতায়পুর গ্রামে। এই দুজনের বিয়ে হয়েছে আজ থেকে প্রায় ১৬ বছর আগে। তাদের একটি ১১ বছরের কন্যা সন্তানও রয়েছে। কি কারনে এই খুন এখনো কেউ বলতে পারছে না। তবে গভীর রাতে চাকু দিয়ে কুপিয়ে খুন করেছে বলে প্রতিবেশীদের ধারণা। ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাকে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করে অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায়। তাকে বহরমপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শুরু হওয়ার পরেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
মৃতের পরিবার নওদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আসামীর যথাযথ উপযুক্ত শাস্তির দাবি জানান।
ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পূর্ণ তদন্ত শুরু করেন। খুনি পলাতক। এলাকায় চাঞ্চল্য।