রাজ্যের খবর

ভিন রাজ্যে গিয়ে স্বামী খুনে গ্রেফতার স্ত্রী

Wife arrested for murdering husband in foreign state

The Truth Of Bengal : বসিরহাট : মন্টু সাহাজী :  উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর জিপি এলাকার তরনীপুর গ্রামের এক দম্পতি মুম্বাইতে গিয়েছিল পরিযায়ী শ্রমিকের কাজ করতে I সেখানে তারা দীর্ঘদিন রাজমিস্ত্রির কাজ করতেন বলে সূত্র মারফত জানা যায়। হঠাৎ কয়েক দিন আগেই স্বামী স্ত্রীর মধ্যে বসচা শুরু হয়। ফলস্বরূপ স্ত্রী রোজিনা জালাল মন্ডল ৩৩ বছরের ওই মহিলা স্বামীকে খুন করে পালিয়েছে বলে অভিযোগ। এরপর ঘটনার তদন্তে নামে ভান্ডার থানার পুলিশ।

গতকাল সকালে একজন মহিলা কনস্টেবল সহ তিনজন প্রতিনিধি স্বরূপনগরে পৌঁছায় গোবিন্দপুর জিপির এলাকার তরুণীপুর গ্রামে। সেখান থেকে ওই মহিলা যার নাম রোজিনা জালাল মন্ডল বলে সূত্রপাত জানা যায় I গতকাল মুম্বাইয়ের তদন্তকারী দল ওই অভিযুক্তকে গ্রেফতার করে স্বরূপনগর থানায় নিয়ে আসে সেখান থেকে আজ সোমবার সকালে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় বলে সূত্র মারফত জানা যায় |

Related Articles