এসআইআর-এ কি নির্দিষ্ট টার্গেট? সীমান্তবর্তী তিন জেলাতেই সর্বোচ্চ শুনানিতে তলব
তৃতীয় স্থানে থাকা মুর্শিদাবাদ জেলা থেকে ১৬,৫৬,৩৪৭ জন ভোটারকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে।
Truth Of Bengal: রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়া ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচন কমিশনের তলবে শুনানিতে ডাকার সংখ্যায় শীর্ষে উঠে এল রাজ্যের তিন সীমান্তবর্তী জেলা—উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ। কমিশন সূত্রের খবর, এই তিন জেলা থেকেই গড়ে ১৬ লক্ষেরও বেশি ভোটারকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে।নির্বাচন কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলা থেকে সবচেয়ে বেশি—মোট ১৭,৯৮,৮৫৩ জন ভোটারকে শুনানিতে তলব করা হয়েছে। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ১৭,০২,৮৩৮ জন ভোটারকে শুনানির নোটিস পাঠানো হয়েছে।
তৃতীয় স্থানে থাকা মুর্শিদাবাদ জেলা থেকে ১৬,৫৬,৩৪৭ জন ভোটারকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই তিনটিই বাংলাদেশ সীমান্তবর্তী জেলা। ফলে এসআইআর প্রক্রিয়ায় কোনও নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বেশি নজর দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, সীমান্তবর্তী জেলাগুলিকে কেন্দ্র করেই বিশেষভাবে কড়া নজরদারি চালানো হচ্ছে।
তবে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ভোটার তালিকার তথ্যগত অসঙ্গতি ও যাচাইয়ের প্রয়োজনের ভিত্তিতেই শুনানির সংখ্যা নির্ধারিত হয়েছে। কোনও জেলা বা অঞ্চলকে আলাদা করে টার্গেট করার প্রশ্ন নেই বলেই কমিশনের দাবি।এদিকে, বিপুল সংখ্যক ভোটারকে একসঙ্গে শুনানিতে তলব করায় প্রশাসনিক চাপ বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের হয়রানির আশঙ্কাও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। এসআইআর প্রক্রিয়া এগোনোর সঙ্গে সঙ্গে এই বিতর্ক আরও জোরালো হবে বলেই মনে করা হচ্ছে।






