রাজ্যের খবর

বিষ্ণুপুরের হোটেলে কাজ করতে এসে চরম পরিণতি দুই যুবকের, ঠিক কী ঘটেছিল?

What happened to the two young men who came to work in the Bishnupur hotel?

The Truth Of Bengal :  হোটেলে বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলেও দুই ইলেকট্রিক মিস্ত্রির। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত হেতাগড় এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারসহ গোটা এলাকায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত হেতাগড় এলাকায় কয়েকদিন আগে ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছিল গোটা এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল হেতাগড়। এরপর এরপরই হেতাগড়ের একটি হোটেলে ইলেকট্রিকের কাজ করার জন্য ঢাকা হয় দুই ইলেকট্রিক মিস্ত্রিকে। এরপর অশোক দিগর এবং বরুণ শিকারি নামে দুই মিস্ত্রি হোটেলে কাজ করতে আসেন। আর সেই হোটেলে ই ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন দুই মিস্ত্রি। এরপরই ওই দুর্ঘটনাস্থলে দৌড়ে আসেন ওখানকার স্থানীয় লোকেরা। এরপর তাদের দুজনকেই নিকটবর্তী বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুই মিস্ত্রিকে মৃত বলে ঘোষণা করেন।

অশোকের বাড়ি বাকাদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিঘিরপাড়া এলাকায়। অপরদিকে বরুনের বাড়ি বাকাদহ গ্রাম পঞ্চায়েতের চিতরং গ্রামে। এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন বরুণের কাকু প্রশান্ত শিকারি। প্রশান্ত জানান, ” শুনলাম হোটেলে কাজ করতে গিয়ে শক খেয়েছে। বুঝলাম না কিভাবে এত কিছু ঘটে গেল।” এদিকে অশোকের বাড়ির লোকও পৌঁছায় হাসপাতালে। হোটেলের ম্যানেজার রাজিব লোহার জানান, ” আমাদের হোটেলে দুই থেকে তিনটে আলো জ্বলছিল না। সেগুলো ঠিক করছিল। কোনভাবে শক লাগে। তারপরেই দেখলাম হঠাৎ করে দুইজন পড়ে গেল।” এই সম্পূর্ণ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারসহ গোটা এলাকায়।

Related Articles