রাজ্যের খবর

সাধারণ মানুষের সচেতনতায় ছাত্র-ছাত্রীদের নিয়ে পদযাত্রা করল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগ

West Bengal State Electricity Distribution Department conducted a walk with students to raise awareness among the common people

The Truth Of Bengal,নদিয়া,মাধব দেবনাথ: প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোন কারণ বশত বৈদ্যুতিক তার থেকে ঘটছে একের পর এক দুর্ঘটনা। মানুষ অসাবধানতা বশত তার স্বীকার হচ্ছে, এবার তারি জনসচেতনতা প্রচারের মধ্যে দিয়ে এক বিশেষ বার্তা তুলে ধরলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগ তথা নদিয়ার ফুলিয়ার সি সি সি এর উদ্যোগে।

সোমবার ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্র থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করে বিদ্যুৎ দপ্তরের একাধিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। যদিও জন সুরক্ষার সচেতন করতে বিভিন্ন ভঙ্গিমা স্বরূপ প্ল্যাকাড হাতে নিয়ে এই পদযাত্রা করা হয়। এরপর বিদ্যুৎ দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে করা হয় এক সচেতনতা বৈঠক।

যেখানে এলইডি স্ক্রিনের মধ্যে দিয়ে কিভাবে মানুষ সচেতন থাকবে বিদ্যুৎ সম্পর্কে কতটা অবগত থাকা দরকার, বৈদ্যুতিক তারে অকারণে হাত দিলে কি হতে পারে তুলে ধরা হয় সমস্ত বিষয়। যদিও এ প্রসঙ্গে বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক জানান, যত দিন যাচ্ছে ততই দুর্ঘটনার স্বীকার হচ্ছে সাধারণ মানুষ। বছরে কয়েকশো মানুষের প্রাণহানির মত ঘটনা ঘটে, তাই মানুষকে আরও সচেতন করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগের এই উদ্যোগ। তবে এই সচেতনতামূলক অনুষ্ঠান আজকের শুধু শেষ নয়, সারা বছরই বিশেষ সময় অনুযায়ী চলবে।

Related Articles