সামনেই নির্বাচন! রংবেরঙের প্রতীকে সেজে উঠছে পাড়ার দেওয়ালগুলি
WB Panchayat Election 2023

- পঞ্চায়েত নির্বাচন ২০২৩
- দেওয়াল লিখন
The Truth of Bengal: রং-বেরংয়ের প্রতীকে সেজে উঠেছে দেওয়াল। ঘাসফুল-পদ্মের মতোই হাত-হাতুড়ি দেওয়াল জুড়ে ফুটে উঠছে। তুলির টানে প্রচারে অভিনবত্ব আনার চেষ্টাও নজর কাড়ছে। পরস্পরকে টেক্কা দেওয়ার জন্য বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ডোর টু ডোর ক্যাম্পেনও জমে উঠছে। গ্রাম বাংলা জানান দিচ্ছে উৎসব আসছে, কাঠি পড়েছে ঢাকে। ব্যালটের যুদ্ধে নামতে ডান-বাম সব দলই তৈরি হচ্ছে। কারণ ৮ জুলাই পঞ্চায়েতের ভোট। মনোনয়ন পেশের পর প্রার্থীরা তাই এখন জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন।লাগাতার প্রচারের বহর জানান দিচ্ছে পঞ্চায়েতের লড়াই এবার আরও বর্ণময় হয়ে উঠবে।
পঞ্চায়েত আসন ৬২ হাজার ৪০৪। ৩ স্তরের পঞ্চায়েতের মোট আসন ৭২ হাজার ৮৩০। এবার বিরোধীরা যথেষ্ট সংখ্যায় প্রার্থী দিয়েছে। প্রচার জমে উঠছে জেলায় জেলায়। দেওয়াল রাঙিয়ে তুলতে দলের নেতা-কর্মীরা রং-তুলি হাতে তুলে নিচ্ছেন। নন্দীগ্রামে এখন সেভাবে প্রচার শুরু না হলেও পূর্ব মেদিনীপুরের মহিষাদল সহ নানা অংশে দেওয়ালে দেওয়ালে প্রতীকের সমাবেশ বাড়ছে। বিরোধীরা সাড়া ফেলতে তৃণমূলের মতোই তারাও ভোটের আগে গ্রামমুখী হচ্ছে। জনসংযোগে সবপক্ষই নজর কাড়তে ব্যস্ত। টক্করের ঢাক যত জোরালো হচ্ছে ততই গ্রামবাংলা যেন উৎসবের আবহে মেতে উঠতে তৈরি হচ্ছে।
পূর্ব মেদিনীপুরের মতোই দক্ষিণ ২৪পরগনার নানা প্রান্তে রং বাহারি প্রচারে সরগরম গ্রামবাংলা। এবার মথুরাপুর এক নম্বর ব্লকের তেঁতুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী হয়েছেন আমির হোসেন লস্কর। রবিবার সকাল থেকেই তিনি বাড়ি বাড়ি পৌঁছে যান।কথা বলেন মানুষের সঙ্গে। জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী তিনি। দীর্ঘ দশ বছর ধরে তিনি এই পঞ্চায়েতে জিতেছেন।ঘাসফুল ছাড়া অন্য প্রতীক গ্রামে কদর পাবে না বলে আশাবাদী তিনি। বিরোধীরাও ভোট প্রচারকে জমিয়ে তুলতে ব্যস্ত। মথুরাপুর এক নম্বর ব্লকের বিজেপির জেলা পরিষদের প্রার্থী অর্পিতা হালদার।তিনি সকাল থেকেই জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন।আর্শীবাদ প্রার্থনা করছেন মানুষের।
কাঁকসার আমলাজোড়া এলাকার বিজেপির প্রার্থী বছর ৭৫ বছর পৌঢ়া উমারানী মিশ্র। বয়স হয়েছে তাতে কি। তিনি রাজনীতিটা ভালোই বোঝেন। বাম আমলেও নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তিনি আশাবাদী স্বচ্ছ ভাব মূর্তি দেখেই তাকে ভোট দেবে এলাকার মানুষ। বীরভূম জেলা পরিষদের 19 নম্বর আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন নানুরের দাপুটে তৃণমূল নেতা তথা জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ। নানুরের পাপুড়ি গ্রাম থেকে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে প্রচার শুরু করেছেন তিনি।সিউড়িতেও শাসক –বিরোধী প্রার্থীরা জমজমাট প্রচারে নামতে তৈরি।দেওয়াল জানান দিচ্ছে গ্রামবাংলায় উৎসব মহাসমারোহে আয়োজনে কোনও খামতি নেই।