রাজ্যের খবর

রামপুরহাট মেডিকেলে জল ঢুকে অচল এক্সরে এবং সিটি স্ক্যান সেন্টার

Water enters Rampurhat Medical, rendering X-ray and CT scan centers immobile

Truth Of Bengal: গত দুদিন ধরে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবা। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি এই আধুনিক হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার জন্য গড়ে তোলা হলেও, নিকাশি ব্যবস্থার অভাবে বারবার জল জমে পরিষেবা ব্যাহত হচ্ছে।

শনিবার সকাল থেকেই হাসপাতালের এক্সরে রুম ও সিটি স্ক্যান সেন্টারে জল ঢুকে পড়ায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে সেই দুটি বিভাগ বন্ধ করে দেয়। ফলে রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। হাসপাতালের কর্মরত চিকিৎসক বা কর্মচারীদের কেউই এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর বর্ষার সময় একই পরিস্থিতির সৃষ্টি হয়।

কারণ হিসেবে উঠে আসছে হাসপাতাল চত্বরে উপযুক্ত নিকাশি ব্যবস্থার অভাব। ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে যায় এবং চিকিৎসা পরিকাঠামোয় প্রবেশ করে। স্থানীয় বাসিন্দারা এবং রোগীদের পরিবার ক্ষোভে ফেটে পড়েছেন। এখন দেখার বিষয়, জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এই সমস্যার দ্রুত সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করে। কারণ যদি মৌসুমি বৃষ্টিতেই পরিষেবা বন্ধ হয়ে যায়, তাহলে বর্ষাকালে সাধারণ মানুষের চিকিৎসা কীভাবে চলবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Related Articles