রাজ্যের খবর

সামনেই বিশ্বকর্মা পুজো! বায়না কম হওয়ায় মাথায় হাত মৃৎশিল্পীদের

Viswakarma Puja

The Truth of Bengal: সাধারণতঃ প্রতিবছর ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো হয়। ১৭সেপ্টেম্বর পুজোপাঠ হয় শিল্পের দেবতার। এবার ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। সেইমতো রাজ্যজুড়ে পুজোর আয়োজন করা হচ্ছে। রাজ্যে শিল্প-ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিশ্বকর্মার চাহিদা রয়েছে। শিল্পের দেবতাকে পুজো করার উদ্যোগ বেড়েছে।

তবে  মুম্বই, দিল্লি, আমেদাবাদের সোনার বাজার মন্দা থাকায় মার খাচ্ছে এরাজ্যের প্রতিমাশিল্প। অন্যান্য বার এইসব জায়গা থেকে বিশ্বকর্মার অর্ডার আসে ভালো। এবার সোনার বাজার সেরকম না হওয়ায় অর্ডার কম আসছে।তাই ঘাটালের শিল্পীরা ঠাকুর তৈরি করেও চিন্তায় রয়েছেন কিভাবে সেই তা বিক্রি করবেন।

কেউ ২০ বছর আবার কেউ ৪০ বছর ধরে তৈরি করে আসছে বিশ্বকর্মা ঠাকুর, প্রতিবারই ঠাকুর বেচে মোটা টাকা আয় হয় শিল্পীদের।এবার সেই চাহিদার বাজারে একটু ভাটা পড়েছে। তবে রাজ্যের মানুষ বিশ্বকর্মার বায়না দিলে এই ঘাটতি পূরণ তে পারে বলে আশা করছেন শিল্পীরা। সেই ভরসাতেই ঘাটালের শিল্পীসমাজ।

Related Articles