রাজ্যের খবর

আলীনগরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভ, নিজেরাই ভেঙে দিলেন দেওয়াল

Villagers angry over illegal construction in Alinagar, tear down wall themselves

Truth Of Bengal: সরকারি জমিতে জল নিকাশির পথ আটকে দেওয়াল তোলা নিয়ে চরম উত্তেজনা ছড়াল হুগলির আলীনগরে। দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে বাঁচতে ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে নিজেরাই সেই নির্মাণ ভেঙে দিলেন।

আলীনগর এলাকায় বর্ষার সময় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়। স্থানীয়দের দাবি, বড় বড় কালভার্ট থাকলেও সেগুলোর ওপর দোকানপাট তৈরি হওয়ায় জল নিকাশিতে সমস্যা হচ্ছে। এরই মধ্যে নতুন করে এক ব্যক্তি সাঁকোর পাশে দেওয়াল তুলে নির্মাণ শুরু করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

কয়েকদিন আগেই নির্মাণকাজ শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিস্ত্রিদের আটক করে। পরে স্থানীয় কিছু তৃণমূল নেতার মধ্যস্থতায় সমাধানের চেষ্টা হয়। ঠিক হয়, জল নিকাশির পথে বাধা না দিয়ে পরিকল্পনা অনুযায়ী নির্মাণ হবে। তবে এলাকাবাসীর অভিযোগ, প্রতিশ্রুতি রক্ষা না করেই নির্মাণকারী আলিম হালদার নিজের মতো করে কাজ চালিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা প্রথমে প্রশাসনের ওপর ভরসা করেছিলাম, কিন্তু কাজ হচ্ছে নিজেদের ইচ্ছামতো। আমাদের ভবিষ্যৎ বিপদে পড়বে, তাই আমরা নিজেরাই এসে এটি ভেঙে দিয়েছি।”

ভাঙচুরের খবর পেয়ে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে, তবে গ্রামবাসীরা জানিয়ে দিয়েছেন, জল নিকাশির পথে যে কোনও অবৈধ নির্মাণ হলে তারা তার বিরোধিতা করবেন।

Related Articles