রাজ্যের খবর

মালদায় মুদি ব্যবসায়ীর থেকে উদ্ধার বিষধর গোখরো সাপ

Venomous cow snake rescued from grocery shop in Malda

Truth of Bengal: পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় এক মুদি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিষধর গোখরো সাপ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সংশ্লিষ্ঠ এলাকায়। জানা গিয়েছে শঙ্কর সাহা নামে ওই মুদি ব্যবসায়ীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ শুরু হয়েছে। এদিন রাতের খাবার খেয়ে যখন তিনি বাড়ি পরিদর্শন করছিলেন তাখন সাপটি তার নজরে আসে। শঙ্কর বাবু বাড়ির ছাদে গিয়ে সাপটি দেখতে পান।

সাপটি দেখতে পেয়ে তিনি সর্পপ্রেমী নিতাই হালদাকে খবর দেন। খবর পাওয়া মাত্রই বাড়িতে এসে উদ্ধার করেন সাপটিকে। নিতাই হালদার বলেন, “পরিবারের লোকেরা আমাকে খবর দেন। তড়িঘড়ি করে ছুটে এসে সেই সাপটিকে উদ্ধার করি।”

পরবর্তীতে সাপটিকে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হবে বলেন জানান তিনি। এদিকে এ নিয়ে তৃতীয় বারের মতো সেই বাড়ি থেকে গোখরো সাপ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। রীতিমতো পুরোপুরি ভাবে আতঙ্কিত সেই পরিবারবর্গ। কেননা তারাও বুঝে উঠতে পারছেন না কীভাবে এই সাপ গুলো আসছে।

Related Articles