নাতির মৃত্যুশোক সইতে না পেরে চিরঘুমে ঠাকুমা
Unable to bear the grief of her grandson's death, grandmother falls into a deep sleep

Truth Of Bengal: মুর্শিদাবাদের হরিহরপাড়ার বহড়ান উত্তরপাড়া গ্রামে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। যা চোখে জল এনে দিচ্ছে গোটা এলাকার মানুষের। একদিকে পরিবারের অশান্তিতে ভেঙে পড়া তরুণ শামীম শেখের (২৮) মৃত্যু, অন্যদিকে সেই দুঃসংবাদ সহ্য করতে না পেরে তার প্রিয় ঠাকুমা উর্ফা বিবির (৭৫) আকস্মিক মৃত্যু, সব মিলিয়ে যেন এক করুণ পরিণতি।
মঙ্গলবার রাতে শামীম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। দুঃখজনকভাবে, পথেই থেমে যায় তাঁর প্রাণ।
এই খবর গ্রামে পৌঁছাতেই নাতির জন্য বিলাপ শুরু করেন ঠাকুমা উর্ফা বিবি। তাঁর চোখের সামনে এত বড় ক্ষতি মেনে নিতে পারেননি। শুরু হয় শ্বাসকষ্ট, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি. চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
একই দিনে, এক পরিবারে দুই প্রিয়জনের মৃত্যু যেন শোকস্তব্ধ করে দিয়েছে গোটা এলাকাকে। স্থানীয়রা বলছেন, ঠাকুমা-নাতির সম্পর্ক ছিল অপার ভালোবাসায় গাঁথা। এমন হৃদয়বিদারক ঘটনা তাঁরা আগে কখনও দেখেননি।
এই ঘটনা আবারও সামনে তুলে ধরল, ভালোবাসা কখনও কখনও এতটাই গভীর হয়, যে প্রিয়জন হারানোর যন্ত্রণা দেহ-মনের সব সীমা ভেঙে দেয়। আজ বহড়ান উত্তরপাড়ার বাতাসে ভাসছে কান্নার সুর, আর একটাই প্রশ্ন সবার মনে ভালোবাসা কি সত্যিই মৃত্যুকে ছুঁয়ে যেতে পারে?